Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাঁধ নির্মাণে প্রবাসীদের কাছে একশ’ ডলার চাইলেন ইমরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

নতুন একটি বাঁধ নির্মাণে অর্থ সহায়তা করতে দেশবাসী ও প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আগেই ধারণ করা একটি রেকর্ডে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি বলেন, চলমান পানি সঙ্কট দেশের জন্য সবচেয়ে বড় প্রতিকূলতা। পানির ভয়াবহ সঙ্কটের কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী সাত বছরের মধ্যে যদি নতুন কোনো পানিআধার নির্মাণ করা না হয়, তবে দেশে পানিশূন্য অবস্থা দেখা দিতে পারে। ইমরান খান বলেন, প্রবাসী পাকিস্তানিরা, বিশেষ করে যারা ইউরোপে বসবাস করেন, তারা প্রধানমন্ত্রীর তহবিলে অন্তত একশ’ ডলার করে দান করতে পারেন। বাঁধ নির্মাণের জন্য কোনো দেশ ঋণ দিতে চাচ্ছে না জানিয়ে তিনি বলেন, দেশ এখন অতিরিক্ত ঋণের বোঝা বহন করছে। পাকিস্তানের এই নতুন প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন দপ্তর থেকে আমাকে বলা হয়েছে যে অর্থনীতি ও জ্বালানি খাতে পাকিস্তান ব্যাপক প্রতিকূলতার মধ্যে রয়েছে। তিনি বলেন, পাকিস্তান যখন স্বাধীন হয়, তখন প্রতি পাকিস্তানি পাঁচ হাজার ছয়শ’ ঘনমিটার পানি ব্যবহার করতে পারতেন। কিন্তু তা কমে এখন একহাজার ঘনমিটারে গিয়ে দাঁড়িয়েছে। ডন।



 

Show all comments
  • কাসেম ৯ সেপ্টেম্বর, ২০১৮, ৬:১২ এএম says : 0
    এই না হলে নেতা
    Total Reply(0) Reply
  • তামান্না ৯ সেপ্টেম্বর, ২০১৮, ৬:১৫ এএম says : 0
    তার কার্যক্রম দেখে মনে হচ্ছে, সে পাকিস্তানের উন্নতি করতে পারবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ