গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
গত ৭ এপ্রিল দৈনিক ইনকিলাবে ‘চাঁদাবাজির জন্য দল বদল’-শীর্ষক শিারোনামে প্রকাশিত সংবাদের একটি অংশের ব্যাখ্যা দিয়েছেন জাতীয় শ্রমিক লীগ যাত্রাবাড়ী থানা শাখার সাধারণ সম্পাদক মো: বাচ্চু খন্দকার। তিনি বলেন, প্রকাশিত সংবাদে মির্জা আব্বাসের সাথে আমার যে ছবি প্রকাশ করা হয়েছে তা সত্য নয়। ফ্রিডম পার্টিতে থাকার কথা অস্বীকার করে তিনি বলেন, কাউয়া খালেক ছিল কালা লিয়াকতের বন্ধু। এক সময় কালা লিয়াকতকে মেরে ফেলে কাউয়া খালেক। তিনি দাবি করেন, যাত্রাবাড়ী থেকে ডেমরা ও চিটাগাং রোডে চলমান লেগুনাগুলো মালিক সমিতির নেতা কাউয়া খালেক নিয়ন্ত্রণ করে। এমপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির কথা অস্বীকার করে তিনি বলেন, শ্রমিকদের কল্যাণে ৩০ টাকা হারে চাঁদা তোলা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।