Inqilab Logo

শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

পুলিশ অভিযানে চট্টগ্রামে ৫ অপহরণকারী গ্রেফতার

প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অপহরণকারীরা হলো- মহিম আজম চৌধুরী (২১), অনন্য বড়ুয়া রনি (২০), সুমন গাজী (২১), মিজানুর রহমান (২০) ও তার স্ত্রী জেসমিন আক্তার জুঁই (২০)।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, গত ১৩ এপ্রিল ইট বালু সিমেন্ট ব্যবসায়ী মো. সোহেলকে অপহরণ করে গ্রেতারকৃতরা। দু’টি অটোরিকশাযোগে এসে তারা সোহেলকে রুবি গেট থেকে তুলে জিইসি মোড়ের একটি পরিত্যক্ত একতলা বাড়িতে নিয়ে যায়।
এ সময় অপহরণকারীরা সোহেলকে মারধর করে। পরে জেসমিন আক্তার জুঁইকে পাশে বসিয়ে ছবি তুলে সেটি ফেসবুকে দেওয়ার হুমকি দেয়। এ সময় সোহেলের কাছে থাকা ১৯ হাজার টাকা ছিনিয়ে নেয়। বিকাশের মাধ্যমে তার চাচার কাছ থেকে আরও ২০ হাজার টাকা নেয়। আরও ৪০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রæতি আদায় করে গভীর রাতে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর সোহেল গত ১৮ এপ্রিল বায়েজিদ বোস্তামি থানায় একটি মামলা দায়ের করেন। আহত সোহেল বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ অভিযানে চট্টগ্রামে ৫ অপহরণকারী গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ