Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সিলেটে শিক্ষিকা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : সিলেট সদর উপজেলার চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা কণিকা করের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আল মাদানী পরিষদ, সিলেটের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা দ্রæততার সাথে কণিকা করের হত্যাকারীদের গ্রেফতার করে ফাঁসি দেয়ার দাবি জানান। আল মাদানী পরিষদ, সিলেটের প্রতিষ্ঠাতা ও সভাপতি কুতুব উদ্দীন শহিদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান আহমদ চৌধুরী ও প্রচার সম্পাদক ক্বারী শহিদ আহমদের যৌথ পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিষদের প্রধান উপদেষ্টা আলহাজ আতাউর রহমান খান সামছু, পরিষদের উপদেষ্টা আলহাজ জুবায়ের আল মাহমুদ। মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি সৈয়দ উবায়দুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন সচেতন মুসলিম যুব ফোরাম, সিলেটের সভাপতি হাফিজ শাহ আদনান, নিহত কণিকা করের বাবা ময়না কর, ভাই মলই কর, পরিষদের সিনিয়র সহ-সভাপতি হানিফুজ্জামান জসিম, সহ-সভাপতি আব্দুল হাসিব, মুহিবুর রহমান, এনামুল হক, সাংগঠনিক সম্পাদক আল-আমিন আহমদ নাঈম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেটে শিক্ষিকা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ