Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাবালে নূরের মালিকসহ ৬ জনের নামে চার্জশিট

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়ের মামলায় ৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখায় চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (পরিদর্শক) শরিফুল ইসলাম। সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আসাদুজ্জামান এ তথ্য জানান। চার্জশিটভুক্ত আসামিরা হলেন- জাবালে নূরের ঘাতক বাসের মালিক মো. শাহাদত হোসেন, বাসচালক মাসুম বিল্লাহ, জোবায়ের, এনায়েত, আসাদ গাজী ও জাহাঙ্গীর। এছাড়া চার্জশিটে সোহাগ আলী ও রিপন হোসেন নামে দুইজনকে অব্যাহতির সুপারিশ করা হয়। গত ২৯ জুলাই জাবালে নূর পরিবহনের কয়েকটি বাস যাত্রী তোলার প্রতিযোগিতা করতে গেলে কুর্মিটোলা হাসাতালের সামনে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। ওই ঘটনায় আরও ১০/১২ শিক্ষার্থী আহত হয়। ঘটনার পর সহপাঠী হত্যার প্রতিবাদে ওইদিনই রাস্তায় নামে সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বাসচাপায় ‘হত্যার’ বিচারসহ নিরাপদ সড়ক নিশ্চিতের জন্য ৯ দফা দাবি জানান। এ সময় শিক্ষার্থীদের জাবালে নূর পরিবহনের রুট পারমিট বাতিলেরও দাবি তোলে। এ ঘটনায় ১ আগস্ট জাবালে নূর পরিবহনের দুটি বাসের নিবন্ধন ও ফিটনেস সনদ বাতিল করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ওই ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন নিহত মিমের বাবা জাহাঙ্গীর আলম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ