Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাবালে নূরের সেই চালকসহ তিনজনের যাবজ্জীবনে ফেইসবুকে যে প্রতিক্রিয়া

আবদুল মোমিন | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৯, ১১:১১ এএম

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব (১৭) ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম (১৬) নিহতের ঘটনায় করা মামলায় জাবালে নূর পরিবহনের চালকসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা। আসামেীদের দ্রুত বিচারে অনেকে সন্তোষ প্রকাশ করেছেন। আবার অনেকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না হওয়ায় হতাশাও প্রকাশ করেছেন।

আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন। এর আগে গত ১৪ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ ১ ডিসেম্বর দিন ধার্য করেন। এ মামলায় ৪১ সাক্ষীর মধ্যে ৩৭ জন সাক্ষ্য দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে মো. রুবেল লিখেছেন, ‘‘খুব ভালো হয়েছে। সেই সাথে সারাদেশের ট্রলি ও ইঞ্জিনচালিতো ভ্যানগাড়িগুলো মোটরযান আইনের আওতায় আনা উচিৎ।’’

জুয়েল মাহমুদ লিখেছেন, ‘‘রায় হইতো ঠিক আছে। কিন্তু কি হবে? নতুন করে হইতো পরিবহন ধর্মঘট ডাকা হবে। সাধারণ মানুষ আর সরকার দুইয়ি জিম্মি আছে।’’

‘‘এই শাস্তিতে আমি খুশিনা, তবুও শাস্তি তো হইছে। আস্তে আস্তে এই রকম কিছু বিচার হলে, দেখবেন সড়কে শান্তি ফিরে আসবে ইনশায়াল্লাহ’’ লিখেছেন আহাসান হাবিব রানার।

আহমদ হোসাইনের মন্তব্য, ‘‘যাবজ্জীবন মানে তো কয়েক বছর পর বের হয়ে আসবে। আমৃত্যু জেল হলেও একটা শান্তনা পাওয়া যেত।’’

মোস্তাক আহমেদের দাবি, ‘‘এই রায়ের বিরুদ্ধে আপিল করা উচিত। খুনিদের ফাঁসি চাই দিতে হবে।’’

‘‘আরো কঠোর শাস্তি আশা করেছিলাম! এতো বড় একটা আন্দোলন হলো, এই তার ফলাফল’’ লিখেছেন এসএ রোমান।

আবদুল্লাহ নাইম লিখেছেন, ‘‘এখন এ খবরটি সারা বাংলার ড্রাইভার-হেল্পার সহ সকল যানবাহন চালকদের জানানো প্রয়োজন। এতে তারা কিছুটা হলেও নিয়ন্ত্রিতভাবে গাড়ী চালানোর চেষ্টা করবেন।’’

রফিকুল ইসলাম মনে করেন, ‘‘বিচার একে বারেই সঠিক হয়নি, তারা যেই অপরাধ করছে তাদের ফাঁসি হওয়া উচিত ছিলো। তা হলে বাকিরা সতর্ক হয়ে যেতো। আমরা কি তাদের কাছে আত্মসমর্পণ করলাম.?’’

ইকবাল আহামেদ লিখেছেন, ‘‘দুইটা উজ্জল নক্ষত্রের জীবনের বিনিময়ে তিনটা অমানুষ, জানোয়ারের এর যাবজ্জীবন মেনে নেয়া যায় না।। এটা একপ্রকার হত্যা।। হত্যার বিনিময়ে ফাঁসি।।যাবজ্জীবন কেন?’’

‘‘আমাদের আন্দোলন কিছুটা হলেও সার্থক হয়েছে। প্রশাসন বা সরকার আমাদের নিরাপদ সড়ক দিতে পারবে না। আমরা নিজেদের পরিবর্তন করতে পারলেই নিরাপদ সড়ক পাওয়া সম্ভব’’ লিখেছেন মোহাম্মাদ বিন নোমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ