Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সমঝোতা না পড়েই বেরিয়ে গেছেন ট্রাম্প : শেরম্যান

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

সাবেক মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান বলেছেন, এটা নিশ্চিত পরমাণু সমঝোতায় কী রয়েছে তা একবার পড়েও দেখেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমঝোতা না পড়েই তিনি তা থেকে বেরিয়ে গেছেন। ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা সইয়ের আগে যে বিশদ আলোচনা হয়েছে তাতে অংশ নিয়েছিলেন ওয়েন্ডি শেরম্যান। তিনি মার্কিন আলোচক দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করেছেন। ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর ওই সমঝোতা সই হয়। তিনি বলেন, বিশ্ব সম্পর্কে কোনো ধারণাই নেই ট্রাম্পের। আর এ বিষয়টি খুবই উদ্বেগজনক। কোনো কারণ ছাড়াই ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছেন বলে তিনি মন্তব্য করেছেন। ওয়েন্ডি শেরম্যান এর আগে ইয়াহু নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জনগণকে চিনতে ভুল করেছেন। ইরানের জনগণ কখনো হুমকি বা নিষেধাজ্ঞার কারণে নতি স্বীকার করে না। ইরানের বিরুদ্ধে মার্কিন সরকারের বিদ্বেষী নীতি নতুন না হলেও ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ওয়াশিংটনের তেহরান বিরোধী শত্রুতা বহুগুণে বেড়ে গেছে। পার্সটুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেরম্যান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ