মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : একের পর এক ভূমিকম্পের আঘাতে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে ইকুয়েডরে। এরই মধ্যে ফের কেঁপে উঠল লাটিন আমেরিকার অন্যতম তেল উৎপাদনকারী এই দেশটি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। গতকাল শুক্রবার স্থানীয় সময় ৩টা ৩ মিনিটে অর্থাৎ বাংলাদেশ সময় সকাল ৯টা ৩ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। গত শনিবার শক্তিশালী ভূমিকম্পে দেশটিতে নিহতের সংখ্যা ৫৭০ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। এ ছাড়া এ ভূমিকম্পে আহত হয়েছেন আরো কমপক্ষে ৪ হাজার ৬শ’ মানুষ। সেই সঙ্গে এখনো আরো শতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। শনিবারের ভূমিকম্পের পর অনেকগুলো আফটারশকস অনুভূত হয়েছে। শনিবারের ৭.৮ মাত্রার ভূমিকম্পের ধাক্কা সামলানোর মাঝেই ফের একই স্থানে স্থানীয় সময় গত বুধবার ভোরের আগে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।