মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : চীনা প্রেসিডেন্ট শি জিন পিং নতুন একটি সামরিক পদবি যোগ করেছেন নিজের নামের আগে। তিনি এখন শুধু প্রেসিডেন্টই নন, সেই সাথে চীনের সামরিক বাহিনীর প্রধান বা কমান্ডার ইন চিফ। চীনের সশস্ত্র বাহিনীর ওপর আরও বেশি ক্ষমতা ও নিয়ন্ত্রণের লক্ষ্যেই এ কাজ করেছেন তিনি। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি জানিয়েছে, এই নতুন পদবি পাওয়ার জন্য তিনি সম্প্রতি সামরিক বাহিনীর যৌথ অভিযানের নেতৃত্ব কেন্দ্র পরিদর্শন করেছেন। তাছাড়া সাম্প্রতিক সময়ে চীনের পররাষ্ট্র নীতিও কঠোর আকার নিয়েছে। বিশেষ করে দক্ষিণ চীন সাগরের বিবাদপূর্ণ এলাকাগুলোর দখল নিয়ে। শি জিন পিং ইতোমধ্যেই কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি, কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান। এই কমিশনই পিপলস লিবারেশন পার্টি নিয়ন্ত্রণ করে। এখন এই নতুন পদবির মাধ্যমে শি জিন পিংকে এক কথায় চীনের একচ্ছত্র ক্ষমতা দেয়া হয়েছে। এটা নিয়ে তার পক্ষে-বিপক্ষের সমালোচকরা যাই বলুক না কেন, তার হাতে এখন চীনের সর্বোচ্চ ক্ষমতা ন্যস্ত করা হয়েছে। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।