Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উজবেক নাগরিকদের নির্যাতনের মুখে ঠেলে দিচ্ছে রাশিয়া

প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিবাসন ও আশ্রয় প্রার্থীদের সাবেক সোভিয়েত মিত্র উজবেকিস্তানে ফেরত পাঠানোর জন্য গত বৃহস্পতিবার রাশিয়ার নিন্দা জানিয়েছে। সেখানে তাদের ভয়াবহ নির্যাতনের মুখে পড়তে হচ্ছে। আন্তর্জাতিক গ্রুপ নতুন এক রিপোর্টে উজবেকিস্তানের সাথে অপরাধমূলক কর্মকা-ে জড়িয়ে পড়ার জন্য রাশিয়াকে অভিযুক্ত করে। ১৯৯১ সালের পর থেকে সাবেক কমিউনিস্ট নেতা ইসলাম করিমভ মধ্য এশিয়ার দেশটি শাসন করে আসছেন। অ্যামনেস্টি নির্যাতনের ঝুঁকির মুখে উজবেক নাগরিকদের দেশে ফেরত পাঠানো বা জোরপূর্বক বিতাড়ন বন্ধের জন্য মস্কোর প্রতি আহ্বান জানিয়েছে।
ইউরোপ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যামনেষ্টি ইন্টারন্যাশনালের পরিচালক জন দালহুইসেন বলেন, রাশিয়া কর্তৃপক্ষ উজবেকিস্তানের নির্যাতন ও অবিচারের ব্যাপারে শুধুমাত্র চোখ বন্ধ করেই নেই বরং তারা এক্ষেত্রে সহায়তা করছে। আইনপ্রনেতা, সক্রিয়কর্মী ও নির্যাতনের হাত থেকে প্রাণে বেঁচে যাওয়া নাগরিকদের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি করা ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালের পর থেকে শত শত রাজনৈতিক আশ্রয় প্রার্থী, শরণার্থী ও শ্রমিক শ্রেণির অভিবাসন প্রার্থীকে অপহরণ করে বা জোরপূর্বক রাশিয়া থেকে উজবেকিস্তানে ফেরত পাঠানো হয়। এতে বলা হয়, উজবেকিস্তানে অবর্ণনীয় নির্যাতন চালানোর অনেক প্রমাণ থাকা সত্ত্বেও রাশিয়া এসব নাগরিককে ফেরত পাঠানো অব্যাহত রেখেছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উজবেক নাগরিকদের নির্যাতনের মুখে ঠেলে দিচ্ছে রাশিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ