Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৮, ৮:৪৫ পিএম
যশোরের শার্শার শালকোণা বিজিবি ক্যাম্পের সদস্যরা ২০ কিলোমিটার ধাওয়া করে দশটি স্বর্ণের বারসহ (এক কেজি ১৬৩ গ্রাম) হাসানুজ্জামান নামের এক পাচারকারীকে আটক করেছে। বৃহস্পতিবার শহরতলী পতেঙ্গালী এলকায় উ ঘটনা ঘটে । আটক স্বর্ণ পাচারকারী যশোর শহরের খড়কী এলাকার মমিন উদ্দিনের ছেলে।
যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শার শালকোনা বিওপির হাবিলদার মহিবুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সড়কে অবস্থান নেয়। সোনা পাচারকারী হাসানুজ্জামান টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। টহল দল তার পিছু ধাওয়া করে যশোরের পতেঙ্গালী কবিরাজপাড়া পাকা রাস্তার ওপর থেকে সোনার বারসহ তাকে আটক করে। উদ্ধার করা সোনার দাম অর্ধলক্ষাধিক টাকা।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যশোরে

১৮ এপ্রিল, ২০২১
২১ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ