Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

তুরস্কে মন্ত্রী হলেন দুই অর্থনীতিবিদ

ইনকিলাব ডেস্ক : q | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বৃহস্পতিবার দুই অর্থনীতিবিদকে ডেপুটি মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু নিউজ এজেন্সির খবরে বলা হয়, নুরুদ্দিন নেবাতি নামের একজন অর্থনীতিবিদকে দেশটির ডেপুটি রাজস্বমন্ত্রী এবং ওসমান দিনচবাস নামের আরেক অর্থনীতিবিদকে দেশটির ডেপুটি অর্থমন্ত্রী হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নুরুদ্দিন নেবাতিকে রাজস্বমন্ত্রী এবং ওসমান দিনচবাসকে ডেপুটি অর্থমন্ত্রী হিসাবে নিয়োগ দেয়ার বিষয়টি সরকারি একটি গেজেটেও প্রকাশ করা হয়। নুরুদ্দিন নেবাতি ইতিপূর্বে তুরস্কের একেপি পার্টির ডেপুটি হিসাবে কর্মরত ছিলেন এবং একই সাথে তিনি ইন্টারপার্লামেন্টারি জেরুজালেম প্লাটফরমের একটি সংস্থার প্রধান হিসাবে নিযুক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, তুরস্কের অর্থনৈতিক সঙ্কট উত্তরণে খ্যাতিমান এই দুই অর্থনীতিবিদকে উপমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটি প্রেসিডেন্ট এরদোগান। আনাদোলু



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ