Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মসূচিতে পুলিশি বাধা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৮, ২:৩০ পিএম

তৃতীয় ধাপে জাতীয়করণে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়।
পূর্ব ঘোষণা অনুযায়ী তৃতীয় ধাপে জাতীয়করণ থেকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সকালে প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি পালন করতে আসেন। এতে পুলিশ বাঁধা দেয়। এসময় শিক্ষকরা সরতে না চাইলে সেখান থেকে ৫ জনকে আটক করে পুলিশ। আটকৃতরা হলেন, আনোয়ার হোসেন ,বজলুল আমিন সরকার ,সিরাজগঞ্জের নীগার সুলতানা, এবং বেসরকারী প্রাইমারী মহিলা পরিষদের সাধারণ সম্পাদক লীনা রানি দাস। তবে তাদের আটকের কিছুক্ষণ পর ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ