ঢাকার ধামরাইয়ে বকুলী বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ মাটিতে নামিয়ে পালিয়ে গেছেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।
বুধবার রাত ১০টার দিকে ধামরাইয়ের দক্ষিণ গাওয়াইল এলাকার শ্বশুরবাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহতের স্বজনদের অভিযোগ, যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছেন স্বামী ও স্বজনরা। দীর্ঘদিন ধরে মাদকাসক্ত স্বামী জব্বার মিয়া যৌতুকের জন্য বকুলী বেগমকে চাপ দিয়ে আসছিলেন। যৌতুক না পেয়েই তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি তাদের।
এ ব্যাপারে ধামরাই থানার এসআই মলয় কুমার সাহা জানান, দক্ষিণ গাওয়াইল এলাকার জব্বার মিয়ার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এমন খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের শ্বশুরবাড়ির লোকজন লাশ ঝুলন্ত অবস্থা থেকে মাটিতে নামিয়ে পালিয়ে যান। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই।