বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগামী ২০১৯-২০ অর্থবছরের বাজেটে তামাকপণ্যের উপর করের হার বাড়ানো হবে। মন্ত্রী বলেন, পার্শবর্তী দেশগুলোতে আমাদের দেশের তুলনায় তামাকদ্রব্যে করের হার অনেকগুণ বেশি। তারা তামাককে নিরুৎসাহিত করতে এ জাতীয় পণ্যে করের হার বাড়ায়। গতকাল বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা) এবং এন্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, অর্থমন্ত্রীর সঙ্গে আলাপ করে আগামী ২০১৯-২০ অর্থবছরের বাজেটে আমাদের দেশেও তামাকের উপর করহার বাড়ানো হবে। তবে মনে রাখতে হবে তামাক নিয়ন্ত্রণে সবচেয়ে বড় করণীয় এ ব্যাপারে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো। মানুষকে বোঝাতে হবে যে তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নিজের জন্য ও ছেলে-মেয়েদের জন্য তামাক বর্জন করতে হবে। আ হ ম মুস্তফা কামাল বলেন, তামাক নিয়ন্ত্রণে আসলে দেশের স্বাস্থ্য সমস্যাও অনেকটা কমে আসবে। আর দেশের মানুষের স্বাস্থ্য উন্নয়ন এসডিজি উন্নয়ন লক্ষ্যমাত্রায়ও আছে। তাই আমি আশা করবো এসডিজির উন্নয়ন কাজের সঙ্গে জড়িত প্রধানমন্ত্রীর মূখ্য সচিবও এ নিয়ে কাজ করবেন।
‘তামাক কোম্পানির হস্তক্ষেপ সূচক: এফসিটিসি আর্টিকেল ৫.৩ বাস্তবায়ন প্রতিবেদন, বাংলাদেশ ২০১৮’ শীর্ষক এ সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয় মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) আবুল কালাম আজাদ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক।
সেমিনারে এটিএন বাংলার প্রধান প্রতিবেদক ও এন্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স-আত্মার কো-কনভেনর নাদিরা কিরণ এর সঞ্চালনায় গবেষণা ফলাফর প্রকাশ করেন প্রজ্ঞা’র কো-অর্ডিনেটর মো. হাসান শাহরিয়ার।
গবেষণার ফলাফলে বলা হয়, তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে তামাক কোম্পানির হস্তক্ষেপ বড় বাধা হিসেবে কাজ করছে। তামাক কোম্পানির হস্তক্ষেপ সূচকে এশিয়ার দশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তুলনামূলকভাবে খারাপ (নবম)।####
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।