Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোবিন্দগঞ্জ মহিলা কলেজ অধ্যক্ষের অনিয়মের প্রতিবাদে শিক্ষকদের ক্লাশ বর্জন

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৮, ৩:১৪ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহিলা কলেজ (ডিগ্রী) এর অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে এবং প্রতিকারের দাবীতে ক্লাশ বর্জনসহ ৩দিন ধরে কর্মবিরতি পালন করছেন কলেজের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা।
গোবিন্দগঞ্জ মহিলা কলেজ (ডিগ্রী) এর অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগে এনে গত ১৯ আগষ্ট কলেজের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরাযৌথ সভা করে । ওই সভার প্রস্তাবনায় বলাহয়, কলেজের অধ্যক্ষ নিজ ক্ষমতার অপব্যবহার করে অন্যান্য শিক্ষক কর্মকর্তাদের বঞ্চিত করে নিজে বাড়ীভাড়া গ্রহণ করছেন। তিনি শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের উৎসব ভাড়া থেকে বঞ্চিত করছেন। কলেজে দুর্ধর্ষ চুরি সংঘটিত হলেও আইনগত ব্যবস্থা গ্রহনে বিলম্ব করছেন। ভাউচার রেজিষ্ট্রার ছাড়াই অধ্যক্ষ নিজের ইচ্ছেমত খরচ করছে।
অধ্যক্ষ কর্তৃক নতুন স্কেলের ২৫ শতাংশ উৎসব ভাতা থেকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বঞ্চিত করায় ঈদ পরবর্তি অভ্যন্তরীণ পরীক্ষা ও ক্লাস বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। এর প্রেক্ষিতে গত ৩ সেপ্টেম্বর থেকে ক্লাশ বর্জন সহ কর্মবিরতি পালন করছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারী বৃন্দ। এবিষয়ে ৫ সেপ্টেম্বর বেলা আড়াইটায় কলেজ অধ্যক্ষ এ এইচ এম আহসান হাবীব এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ঢাকায় আছেন, আগামীকাল অফিস করবেন এবং ক্লাশ বর্জনের বিষয়টি তিনি অবগত আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ