বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের ইমাম হোসেন নামে এক যুবলীগ নেতার বাড়ীতে হামলা ; তাকে আহত করার অভিযোগ এনে বিএনপি,যুবদল,ছাত্রদল ও স্বেচ্চাসেবক দলের ৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ২৫ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়েছে । মামলার আসামীরা হলেন: জেলা স্বেচ্চাসেবক দলের যুগ্ন আহবায়ক মোজাম্মেল হক রাসেদ মেম্বার,চরদরবেশ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হুমায়ুন কবির মাসুদ,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চরদরবেশ ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম,যুবদল নেতা কামরুল,জাহাঙ্গির,ছাত্রদল নেতা নিশান,আনোয়ার হোসেন শিফন,নেজাম উদ্দিন ও ফয়েজ উল্যাহ। উপজেলার সেনেরখিল গ্রামের আবু ইউছুপের ছেলে যুবলীগ নেতা ইমাম হোসেন মামলায় অভিযোগ করেন, আসামীরা রাজনেতিক কারনে তাকে হত্যার উদ্দেশ্যে শুক্রবার রাতে তার বাড়ীতে হামলা চালায়।ঘটনার সময় তারা ককটেল নিক্ষেপ করে তার বসতঘর ভাংচুর করে ও তাকে পিটিয়ে আহত করে।খবর পেয়ে এলাকাবাসী বের হলে আসামীরা কয়েকটি দেশীয় তৈরী অস্ত্র(কিরিজ) ও ককটের রেখে পালিয়ে গেলে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে। অভিযোগের বিষয়ে মামলার আসামী সাবেক চেয়ারম্যান আবুল কালাম ও জেলা স্বেচ্চাসেবক দলের নেতা রাশেদ মেম্বার বলেন,বাদীর অভিযোগ সম্পুর্ন মিথ্যা,এলাকায় এ ধরনের কোন ঘটনা ঘটেনি।নির্বাচন কে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের মাঠ ছাড়া করার জন্য এ মিথ্যা মামলাটি দায়ের করা হয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন,বাদীর অভিযোগ পেয়ে ঘটনাটি তদন্ত করে সত্যতা পাওয়ার পর অভিযোগটি এফ.আই.আর হিসেবে গ্রহন করা হয়েছে।
এ দিকে সোনাগাজী উপজেলা বি এন পির সাধারন সম্পাদক ও সাবেক মেয়র জামাল উদ্দিন সেন্টু জানান, বি এন পির নেতা কর্মিদের বিরুদ্বে মামলাটি রহস্য জনক। আসছে জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বি এন পি কে নির্বাচনের মাঠ থেকে দুরে সরানোর ব্যার্থ চেষ্টা মাত্র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।