বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একজন যুগ্ম-সচিব বাংলাদেশ সরকারের গেজেটের (৬ মার্চ ২০১৪) এর- ৯ নং বিধি অমান্য করে ক্যাশ সরকার পদের মোজাফফর আলী খানের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পদোন্নতি দেয়ার অভিযোগ উঠেছে। নাম প্রকাশ না করার শর্তে প্রবাসী মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সর্বোচ্চ ব্যক্তির মদদে যুগ্ম-সচিব মিজানুর রহমান গত ১৫ জানুয়ারী সরকারী গেজেটের ৯ নং বিধিকে তোয়াক্কা না করে ক্যাশ সরকার মোজাফফর আলী খানকে অফিস সহকারী পদে পদোন্নতি দেয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তারা হতবাক হন।
দূতাবাস অডিট অধিদপ্তর-এর অডিট এন্ড একাউন্টস অফিসার দীপক কুমার গত ১২ আগষ্ট তার অডিট আপত্তির তদন্ত প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করেছেন। এ ব্যাপারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও বিভাগীয় নির্বাচন কমিটি’র সভাপতি মো: মিজানুর রহমানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। এদিকে, গত ৬ এপ্রিল প্রবাসী মন্ত্রণালয়ে ১৩-২০ তম গ্রেডের জনবল নিয়োগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষায় অনিয়মের মাধ্যমে সম্পা অধিকারী নামে একজনকে বঞ্চিত করার অভিযোগ উঠে। প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এ ব্যাপারে যুগ্ম- সচিব নারায়ণ চন্দ্র বর্মাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেন। যুগ্ম-সচিব নারায়ণ চন্দ বর্মা সোমবার ইনকিলাবকে বলেন, এ ব্যাপারে তদন্ত সম্পন্ন করেছি এবং কিছু পাওয়া যায়নি। সম্পা অধিকারী নিজে এসে স্বাক্ষর দিয়ে গেছে যে, কোনো অনিয়ম হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।