Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আহত ২

অল্পতে রক্ষা পেল বাসযাত্রীরা

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

বগুড়া সান্তাহারে বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টর চালক ও হেলপার গুরুতর আহত হয়েছে। জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা থেকে নওগাঁগামী শাহ্ ফতেহ আলী নামক এসি বাস যাত্রী নিয়ে নওগাঁ-বগুড়া মহাসড়কের সান্তাহারের কোমল দোগাছী ব্রিজ সংলগ্ন এলাকায় পৌছালে বাস চালকের অসতর্কতায় অপরদিক থেকে আসা টাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে ও ট্রাক্টরের ইঞ্জিন দ্বিখন্ডিত হয়ে যায়। এতে বাস যাত্রীরা প্রাণে রক্ষা পেলেও ট্রাক্টর চালক রুবেল(২৮) ও হেলপার মোরশেদ(৩২) গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রুবেলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও মোরশেদকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করান। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ