গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর খিলগাঁওয়ে ম্যানহোল থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে খিলগাঁও গোড়ান এলাকার একটি ম্যানহোল থেকে লাশটি উদ্ধার করা হয়।
খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, গোড়ান এলাকার তিতাশ রোডের একটি ম্যানহোল থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ম্যানহোল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে হত্যার পর লাশ ম্যানহোলে ফেলে গেছে কেউ। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে কাজ করছে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।