Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরগঞ্জে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা : | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ১১তম কারামুক্তি দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌর সদরের দলীয় অস্থায়ী কার্যালয়ে কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি লুৎফুল্লাহেল মাজেদ বাবুর ব্যানারে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি হোসেন মোহাম্মদ মন্ডল, আহসান পারভেস, সাধারণ সম্পাদক একেএম হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূঞা মনি, পৌর বিএনপির সহ সভাপতি নুরুন্নবী, সালাউদ্দিন খুররম, সাংগঠনিক সম্পাদক তারেক আজিজ, ১১টি ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদকগণ। এছাড়াও উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আরমান শরিফ, সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল হক স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ঈশ্বরগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীফ হাসান, ছাত্রদল নেতা ফরহাদ চকদার, রনি, রাজু সহ ইউনিয়নের সকল নেতৃবৃন্দ। এর আগে একই কার্যালয়ে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূঞা মনি, যুবদল নেতা নয়ন, রফিক, সুমন সহ ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তারেক রহমান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ