মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিয়ানমারে প্রায় নয় মাস আগে আটক দুই রয়টার্স সাংবাদিককে ৭ বছর করে কারাদণ্ড দিয়েছে স্থানীয় এক আদালত। এ রায়ের তীব্র সমালোচনা করে রয়টার্সের এডিটর ইন চিফ বলেন, এ ঘটনা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিকে আরে পশ্চাৎপদ করবে এবং গণতন্ত্র উত্তরণকে ক্ষতিগ্রস্ত করবে। সোমবার সাংবাদিক ওয়া লোন (৩২) এবং কিয়াও সোয়ে (২৮)’কে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন ইয়াঙ্গুনের এক আদালত। দেশের প্রচলিত ঔপনিবেশিক যুগের রাষ্ট্রীয় গোপন আইন লঙ্ঘণ করার অপরাধে তাদের এ শাস্তি দেয়া হয়। রায়ের সমালোচনা করে রয়টার্সের এডিটর ইন চিফ স্টিফেন কে এডলার এক বিবৃতিতে বলেন, ‘আজ মিয়ানমারের জন্য একটি দুঃখজনক দিন। একই সঙ্গে আজকের দিনটি রয়টার্স সাংবাদিক ওয়া লোন ও কিয়াউ সোয়ে এবং বিশ্বের যে কোনো সংবাদ মাধ্যমের জন্যই শোকের দিন।’
তিনি এ রায় পুনর্বিবেচনারও দাবি জানিয়েছেন। তিনি বলেন, মিথ্যা অভিযোগে আটক দুই সম্মানিত রিপোর্টার ইতিমধ্যে প্রায় ৯ মাস ধরে কারাগারে আছেন। কোনো রকম প্রমাণ ছাড়াই তাদের সাজানো মামলায় আটক করেছে পুলিশ। আর আজকের রায়ের মাধ্যমে দেশটি মুক্তমত প্রকাশ এবং সেনাবাহিনীর কোনো অন্যায়ের প্রতিবাদ করারও অধিকার হারালো।
সাংবাদিক ওয়া লোনে এবং কাওয়া সোয়ে এ অন্যায় শাস্তি তারা মেনে নেবেন না বলেও জানান স্টিফেন কে এডলার। তিনি বিষয়টি আন্তর্জাতিক ফোরামে তোলা হবে বলেও জানিয়েছেন। - রয়টার্স
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।