Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশুদের গানের রিয়েলিটি শো গানের রাজা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

সৃজনশীল সংগীতাঙ্গন সৃষ্টির লক্ষ্যে শুরু হচ্ছে শিশুদের গানের রিয়েলিটি শো ‘গানের রাজা’। এসিআই এক্সট্রা ফান কেক-চ্যানেল আই-গানের রাজা পাওয়ার্ড বাই এসিআই পিওর ¯পাইসেস শিরোনামের এই রিয়েলিটি শোর প্রতিযোগিতায় অংশ নিতে পারবে ৬-১৩ বছর পর্যন্ত বয়সী শিশুরা। সম্প্রতি এ উপলক্ষে গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। সেখানে স্বাগত বক্তব্য রাখেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য রাখেন এসিআই কনজুমার র্ব্যান্ডসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই অনুষ্ঠানের সবকিছুতেই থাকবে ভিন্নতা। প্রতিযোগী শিশুরা পার্কে খেলবে, দোলনাতে চড়বে, খেলতে খেলতে গাইবে, বিচারকরা ওদের খেলতে খেলতে শেখাবে। আর ওরা মজা করে সমগ্র বাংলাদেশকে গান শোনাবে চ্যানেল আইয়ের এই রিয়েলিটি শোয়ের মাধ্যমে। সমগ্র বাংলাদেশ খুঁজে নানা প্রক্রিয়ায় গ্রুমিং এবং তালিম দিয়ে ৪০টি পর্বের পর গ্র্যান্ড ফিনালের মাধ্যমে বাংলাদেশের সংগীতাঙ্গন পাবে যোগ্য শিশু গানের রাজা। অক্টোবর থেকে ঢাকাসহ দেশের ৭টি বিভাগে পৃথক পৃথক অডিশনের মাধ্যমে প্রতিযোগী নির্বাচন করা হবে। অনুষ্ঠানের নিবন্ধনের বিস্তারিত নিয়মাবলী খুব শিগগিরই চ্যানেল আইসহ দেশের অন্যান্য মিডিয়ায় মাধ্যমে জানানো হবে। শিশুদের সাথে সার্বক্ষণিক কোমলমতি আচরণ ও দিক নির্দেশনার মাধ্যমে অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন করবেন সংগীতবিজ্ঞ ২ জন বিচারক। এই রিয়েলিটি শো পরিচালনা করবেন শহীদুল আলম সাচ্চু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিয়েলিটি শো

২৫ জানুয়ারি, ২০২২
২৪ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ