রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের কামটা গ্রামের বাসিন্দা বিশিষ্ট যাত্রা শিল্পী মমতা ব্যানার্জী এখন ভিক্ষাবৃত্তি পেশা বেছে নিয়েছেন। দুর্গা অপেরা, ভোলানাথ অপেরা, আর্য অপেরার হয়ে প্রধান নায়িকার চরিত্রে, প্রায় এক হাজারের উপরে প্রধান চরিত্রে শো করেছেন তিনি। সত্তর বছর বয়সে শরীরের বিভিন্ন রোগ নিয়ে জীবনযুদ্ধে অন্যের দুয়ায়ে দুয়ারে ঘুরে ভিক্ষা করে জীবন নির্বাহ করছেন তিনি। এই খবর পেয়ে শিল্পী ঐক্যজোটের সভাপতি জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েবের নির্দেশনায় সাতক্ষীরার সন্তান শিল্পী ঐক্যজোটের সাধারণ সম্পাদক নাট্যনির্মাতা জি এম সৈকত এই গুণী শিল্পীর বাড়িতে যান।
সার্বিক খোঁজখবরের পাশাপাশি জোটের পক্ষ থেকে অনুদান প্রদান করেন এবং ভিক্ষাবৃত্তির পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য প্রশাসনসহ সমাজের বিশিষ্ট মানুষের সহযোগিতা কামনা করেছেন সৈকত।
এ ব্যাপারে জোটের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে। উপস্থিত ছিলেন ঢাকা ইভেন্টস চেয়ারম্যান আনিছুর রহমান, এমডি তোফাজ্জেল হক রতন, জোটের নওয়াপাড়া ইউনিয়নের অজয় মন্ডল, শ্যামনগর উপজেলা কমিটির সদস্য সচিব রবিউল ইসলাম ও জগদীস সরকার। শিল্পী মমতা ব্যানার্জী বলেন, আমার এই দুঃসময়ে শিল্পী ঐক্যজোটকে কাছে পেয়ে আমার শিল্পী জীবনের সম্মান ও আশার আলো দেখতে পাচ্ছি। আমি ডি এ তায়েব ও জি এম সৈকতকে ধন্যবাদ জানাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।