বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়া শহর যুবলীগের সভাপতি মাহফুজুল আলম জয়ের ছেলে কাওসার আলম অভির বিরুদ্ধে বগুড়া সদর থানায় এক তরুণী কলেজ ছাত্রী ও বিউটিশিয়ানকে ছুরিকাঘাত করার ঘটনায় বগুড়া সদর থানায় বিরুদ্ধে মামলা দায়েরের পরপরই তাকে গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ।
অন্যদিকে কাওসার আলম অভির বেপরোয়া জীবন যাপন, উশৃঙ্খলভাবে চলাফেরা এবং স্কুল ও কলেজ ছাত্রীদের প্রতিনিয়ত উত্যক্ত করার ঘটনা মিডিয়ায় প্রকাশের পর প্রতিবাদে ক্রমশ সরব হয়ে উঠছে বগুড়া। তার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবির পাশাপাশি মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহনের প্রস্তুতি চলছে।
জানা গেছে, গত ৫দিন অভির বাবা ও প্রভাবশালী চাচাদের হুমকি ভয়ভীতি ও চাপের কারনে অনেকেই চুপ থাকলেও অভির হাতে লাঞ্চিত অপদস্থ ও ছুরিকাহত তরুণীর পক্ষ নিয়ে এলাকাবাসি একটি মানববন্ধন কর্মসূচি পালনের ডাক দিয়েছে। আজ সোমবার সকাল ১০টায় বগুড়া শহরতলীর তিনমাথা রেলগেট মহাসড়কে এই মানব বন্ধন কর্মসূচি পালন করা হবে বলে আয়োজকরা ঘোষণা দিয়েছে। ঐ মানববন্ধন কর্মসূচিতে ছুরিকাহত তরুণীর সহপাঠি স্থানীয় স্কুল কলেজের ছাত্রছাত্রী এলাকাবাসী অংশ নেবে বলে জানানো হয়েছে। মানববন্ধনের আয়োজকরা অবিলম্বে অভিযুক্ত কাওসার আলম অভিকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি ঘোষনা করা হবে বলেও জানায়।
এদিকে বগুড়ার দায়িত্বশীল পুলিশ কর্মকর্তারা বলছেন, ছুরিকাহত তরুণীর পিতা জাহিদুল ইসলাম গত শনিবার বিকেলে অভিযুক্ত কাওসার আলম অভির বিরুদ্ধে লিখিত অভিযোগ নিয়ে বগুড়া সদর থানায় আসা মাত্রই সেটাকে এজাহার হিসেবে নথিভ‚ক্ত করা হয়েছে। গত শনিবার রাতের মধ্যেই তাকে গ্রেফতারের জন্য গঠিত পুলিশের বিশেষ টিম বগুড়া শহর ও শহরতলীর কয়েকটি সম্ভাব্য স্থানে অভিযানও চালিয়েছে। তবে গতকাল রবিবার বিকেলে এই রিপোর্ট লেখা সময় পর্যন্ত অভিকে ধরতে পারেনি পুলিশ।
এদিকে বগুড়ায় সাবেক শ্রমিক লীগ নেতা তুফান সরকারের স্ত্রী ও শ্বাশুড়ীর হাতে অপর এক তরুণীর হেনস্থা হবার ঘটনার এক বছর পরে একই ভাবে পুরো শহর জুড়ে আলোচিত হচ্ছে বখাটে অভির উশৃঙ্খল জীবন যাপনের কথা। বগুড়া শহরের কাটনার পাড়া এলাকায় যে বাসায় অভিদের বসবাস তার আশেপাশে সহ বগুড়া মহিলা কলেজ, তাপসি রাবেয়া উচ্চ বালিকা বিদ্যালয়, সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবন, জয়পুরপাড়া মাটিডালি বিমান মোড়, এসওএস স্কুল এন্ড কলেজ, নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল এন্ড কলেজ ও উপশহর এলাকায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত ডজনাধিক মোটর সাইকেল বহর নিয়ে বেপরোয়া ভাবে চলাচলের জন্য এলাকাবাসি ছিলো অতিষ্ঠ। বিশেষ করে স্কুল ও কলেজের শুরু ও ছুটির সময় টিনেজ ছাত্রীরা সব সময় আতঙ্কে থাকতো কখন না জানি অভির বাহিনীর সামনে পড়ে ইভটিজিং এর শিকার হতে হয় !
অন্যদিকে বগুড়া শহরতলীর পালশা বিদ্যুৎ নগর এলাকার নিম্নবিত্ত চাকরীজীবী জাহিদুল ইসলামের উচ্চ মাধ্যমিকে পড়ুয়া ছাত্রী ও বিউটি পার্লারের পার্ট টাইম কর্মজীবী তরুণীকে ছুরিকাঘাতের ঘটনাটি কিছু সচেতন গণমাধ্যম কর্মী ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদের কারনে সর্বসাধারনের কাছে প্রকাশিত হওয়ায় আস্তে আস্তে বেরিয়ে আসছে বখাটে যুবক অভির বেপরোয়া জীবনযাপনের অজানা কাহিনী। এছাড়াও সে তার হোন্ডা বহর নিয়ে চলাচলের সময় ঠোঁটে জলন্ত সিগারেট চেপে রাখতো। বিভিন্ন শপিং মল গুলোতে তার ছিলো অবাধ যাতায়াত। সেখানে কেনাকাটা করতে আসা তরুণীদের অশালীন অচরনের মাধ্যমে বিকৃত আনন্দ লাভ করতো। কেউ তার অশালীন আচরনের প্রতিবাদ করলে সিগারেটের ধোঁয়া মুখে নিয়ে প্রকাশ্যে ঐ প্রতিবাদকারী তরুণীর শরীরের দিকে ছুড়ে দিতো। নিজের বাড়িতেই পরিবারের সদস্যদের সামনে বিয়ার পান করতো। বাসার ফ্রিজেই সাজানো থাকতো হরেক ব্রান্ডের বিয়ারের ক্যান। পরিবারের সদস্যরাও তার উশৃঙ্খলতার ভয়ে নিরবে সবকিছু মেনে নিতো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।