Inqilab Logo

মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সাংবাদিক নদী হত্যার জট খোলেনি

পাবনা থেকে স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

পাবনায় সাংবাদিক সুবর্না নদী হত্যাকান্ডের জট এখনও খোলেনি। আজ শেষ হচ্ছে তাঁর সাবেক শ্বশুর শিল্পপতি আবুল হোসেনর ৩দিনের রিমান্ড । তাঁকে ডিবি পুলিশের হেফাজতে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই হত্যাকান্ডের বিষয়ে তিনি কোন গুরুত্বপূর্ণ তথ্য দেননি বলে একসূত্রে জানা গেছে। গত শনিবার আবুল হোসেনের স্ত্রী ও কন্যাকে ডিবি অফিসে ডেকে নিয়ে নদী হত্যা মামলার অপর আসামী আবুল হোসেনের পুত্র নদীর সাবেক স্বামী রাজিব ও তার সঙ্গীদের অবস্থান জানতে চায়। ডিবি পুলিশের এক সূত্র অবশ্য এই তথ্যের সত্যতা অস্বীকার করেছেন, তবে সূত্র জানায় আবুল হোসেনের স্ত্রী ও কন্যাকে ডিবি অফিসে যেতে দেখা গেছে। এই মামলার তদন্ত কোন পথে যাচ্ছে তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তৃতীয় কোন পক্ষ নদী হত্যার সাথে জড়িত থাকলে পুলিশ সেদিকে নজর দিচ্ছে কি? সাংবাদিক নদী আর ফিরবে না, তার রেখে যাওয়া রেখা পথে পুলিশকে এগুতে হবে বলে অভিজ্ঞ মহল মনে করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাংবাদিক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ