প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রায় ১৫ বছর পর তৃতীয়বারের মতো জুটি বাঁধলেন মুনমুন ও আলেকজান্ডার বো। হারুন-উজ-জামানের পরিচালনাধীন ‘পদ্মার প্রেম চলচ্চিত্রে তারা জুটি বেঁধে অভিনয করছেন। মুনমুন বলেন, আমরা গত তিন দিন ধরে মানিকগঞ্জে শূটিং শুরু করছি। অনেক বছর পর রোমান্টিক গানের শূটিং করলাম। আমার কাছে অনেক ভালো লাগছে। বিশেষ করে আলেক ভাইয়ের সঙ্গে কাজটি করে আরো ভালো লাগছে। আমরা এর আগে দুটি ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছি ১৫ বছর আগে। এই ছবির মধ্য দিয়ে আমরা তৃতীয়বারের মতো জুটিবদ্ধ হলাম। এত দিন পরে আবারও ক্যামেরার সামনে দাঁড়ানোর অনুভ‚তিটা আসলেই অনেক মজার। ইদানীং মুনমুন খলনায়িকা হিসেবেই নিজেকে হাজির করতে চান বড় পর্দায়। তিনি বলেন, আমি এখন খলচরিত্রেই নিজেকে প্রতিষ্ঠা করতে চাই। কারণ খলচরিত্রে অভিনয় করার সুযোগ আছে। আমি যখন নায়িকা হিসেবে কাজ করেছি, তখন ছবির মূল চরিত্রে অভিনয় করেছি এবং আমার অভিনয় দর্শক ও নির্মাতারা পছন্দ করেছেন। এবার দেখা যাক খল চরিত্রে কতটুকু পছন্দ করে। পদ্মার প্রেম ছবিতেও খলনায়িকার চরিত্রে দেখা যাবে মুনমুনকে। মুনমুন ও আলেকজান্ডার বো ছাড়াও ছবির মূল চরিত্রে অভিনয় করছেন আইরিন ও সুমিত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।