বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকের চাহিদা মেটাতে সকল ব্যবস্থা নিয়েছে সরকার। এ লক্ষ্যে সরকার ভতুর্কিসহ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সারাদেশে ফলদ ও বনজ গাছ লাগানোর জন্যে যথাযথ ব্যবস্থা নিয়েছে সরকার। গতকাল শনিবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘ফলদ বৃক্ষ মেলা-২০১৮’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ফলের চাহিদা মেটানোর জন্য প্রতিটি বাড়িতে বেশি করে দেশী ফল গাছ লাগাতে হবে। এজন্য কৃষকদের ফল গাছ লাগানো জন্য সকল প্রকার সহায়তা করতে কৃষি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
এবারের মেলার প্রতিপাদ্য বিষয় ‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা- ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’। মেলার আয়োজকরা কৃষকদের বেশী করে দেশী ফলের চারা লাগানো জন্য পরামর্শ দেন। মেলায় ১২ টি ষ্টল নিয়ে মেলা শুরু হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।