মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দৃঢ়তার সাথে বলেছেন যে তার সরকার যুক্তরাষ্ট্রের সাথে কোনো সংঘাত চায় না, তাদের কোনো অন্যায্য দাবির কাছেও নতি স্বীকার করবে না। তিনি তার সরকারকে গুছিয়ে নেয়ার জন্য মিডিয়ার কাছে তিনমাস সময় চেয়ে বলেছেন, এ সময়ে তারা যেন সরকারের সমালোচনা না করে তার পরে তা করে। খবর জিও নিউজ ও এক্সপ্রেস ট্রিবিউন।
শুক্রবার টিভি উপস্থাপকদের সাথে এক বৈঠকে ইমরান খান একথা বলেন। এ সময় পররাষ্ট্র মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ও তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী উপস্থিত ছিলেন।
তিনি তার সরকারের সমালোচনাকে স্বাগত জানিয়ে বলেন, টিভি টক শোতে সরকারের সমালোচনায় তিনি কুপিত হন না, কারণ তা সমস্যা সমাধানে সহায়তা করে। তিনি মিডিয়ার কাছে তার সরকারকে গুছিয়ে নেয়ার জন্য তিন মাস সময় সময় চেয়ে বলেন, আমাদের সকারের কাজকর্মের সমালোচনা করার আগে আমাদের তিন মাস সময় দিন। তারপর আপনারা খোলাখুলি সরকারের সমালোচনা করবেন।
তিনি বলেন, পাকিস্তানের চক্রবৃদ্ধি ঋণ ১২শ’ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তিনি বলেন, জবাবদিহিতা ছাড়া দেশ এগোতে পারবে না।
প্রধানমন্ত্রী বলেন, তিনি জাতীয় জবাবদিহিতা ব্যুরোকে (এনএবি) নির্বিচার জবাবদিহিতার জন্য নির্দেশ দিয়েছেন। সরকারের একজন সদস্যও দুর্নীতিতে লিপ্ত থাকলে ব্যবস্থা নিতে হবে।
তিনি তার টিমের লোকদের সম্পর্কে বলেন, তিনি যাদেরকে টিমে নিয়েছেন তাদের অতীত কাজের জন্য তিনি দায়ী নন। তাদেরকে বলে দেয়া হয়েছে, এখন থেকে আর কোনো অনিয়ম সহ্য করা হবে না।
তিনি বলেন, মন্ত্রীসভার সদস্যদের কেউ স্থায়ী নন। তাদের কাজের ভিত্তিতে পরিবর্তন করা হতে পারে। বিদেশ ভ্রমণ সম্পর্কে তিনি বলেন, এটা তার অগ্রাধিকারের বিষয় নয়।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেওর আসন্ন পাকিস্তান সফরের আগে পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কের ভিত্তি হচ্ছে পারস্পরিক সম্মান। তিনি বলেন, তার সরকার যুক্তরাষ্ট্রের কোনো অন্যায্য দাবি মানবে না।
ইমরান বলেন, তার সরকার যুক্তরাষ্ট্রের সাথে লড়াই করবে না, বরং ওয়াশিংটনের সাথে সম্পর্ক উন্নত করবে।
তিনি বলেন, পাকিস্তান ভারত, আফগানিস্তান ও ইরানের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক চায়।
পাকিস্তান সেনাবাহিনীর সদর দফতর পরিদর্শন প্রসঙ্গে তিনি বলেন, পরিদর্শন ভালো ভাবে হয়েছে। জানানো হয়েছে যে প্রতিষ্ঠানটি সরকারকে সমর্থন করে।
ইমরান খান আরো বলেন, তার সরকার জাতীয় স্বার্থবিরোধী সকল চুক্তি বাতিল করবে।
তিনি আরো বলেন, কৃচ্ছ্রতা সাধনের অংশ হিসেবে সাবেক সরকারের ব্যবহৃত সকল বিলাসবহুল যান বিক্রি করে দেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।