Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জীবিত নয় আসলেন কফিনে

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

কাজী আবু জাফর। বাহারাইনে গিয়েছিলেন দুই বছর। ঈদুল আজহার ছুটিতে বাড়ি আসবেন। কতই না খুশি ছিল পরিবারের লোকজন। আবু জাফর তার দুলাই ভাইকে বলেছিলেন বিমান বন্দর থেকে তাকে নিয়ে যেতে। কিন্তু বিমান বন্দরে আবু জাফর জীবিত এলেন না, এলেন কফিনে মোড়া লাশ হয়। গত ১৩ আগস্ট তিনি বাহরাইনে এসি মেরামত করতে গিয়ে মাথায় আঘাত পান। ৫দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ১৯ আগস্ট তিনি মৃত্যু বরণ করেন। বাহরাইনে তিনি ডেন্টিং মিস্ত্রীর কাজ করতেন। গত শুক্রবার বিকালে তার লাশ বাংলাদেশে পৌছায়। দাফন করা হয় নিজ গ্রামে। কাজী আবু জাফর ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের কাজী ফজলুর রহমানের ছেলে। নিহত’র দুলাভাই রাজাপুর মসজিদের ইমাম মাওলানা আইয়ুব হোসেন জানান, মৃত্যুর আগে তাকে ফোন করে বিমান বন্দরে আসতে বলেছিলেন।  দেশে ফিরে কত আশা ছিল তার। ২ সন্তান ও স্ত্রী আশায় ছিল ঈদে আসবে আবু জাফর। কিন্তু এসি মেরামত করতে গিয়ে পড়ে মাথায় আঘাত পান। পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, আবু জাফরের জানাজায় হাজারো মানুষ উপস্থিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ