Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আড়াই দিন পর থানায় মামলা, নিরাপত্তার ভয়ে হাসপাতাল ত্যাগ

যুবলীগ নেতার ছেলের ছুরিতে আহত জিতু

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

 বগুড়ায় চাঞ্চল্যসৃষ্টি কারী তরুণী বিউটিশিয়ান জান্নাতুল ইয়াসমীন জিতুকে (১৮) ছুরিকাঘাতে আহত করার ঘটনার আড়াইদিন পর গতকাল বিকেলে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। আর এই মামলা দায়েরের ঘটনার পর পরই বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান জানিয়েছেন, ঘটনার নায়ক বখাটে অভিকে গ্রেফতারের প্রক্রিয়া শুরু হয়েছে।
ঘটনার পর যাতে আহত তরুণী ও তার অভিভাবকরা থানায় মামলা না করে ও মিডিয়ায় ঘটনাটি প্রকাশিত না হয় সেজন্য বখাটে অভি তার বাবা জয় ও চাচা জেলা যুবলীগের সাবেক সভাপতি মঞ্জুরুল আলম মোহনের নাম ভেঙে সন্ত্রাসীদের নিয়ে হাসপাতালে জিতু ও তার মাকে ব্যাপক ভয় ভীতি দেখায়। বখাটে জিতুর ভয়ে গত শুক্রবার সন্ধ্যায় রিলিজ না নিয়েই জিতু হাসপাতাল ছেড়ে নিজেদের পালশা বিদ্যুৎ পাড়ার বাসায় গোপনে চলে যায়। সেখানে এক প্রকার অবরুদ্ধ অবস্থায় রয়েছে বলে এলাকাবাসি জানিয়েছে।
এদিকে চাঞ্চল্যকর এই সংবাদটি দৈনিক ইনকিলাবে প্রকাশিত হলে তার একটি কপি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট হওয়ায় ব্যাপক তোলপাড় শুরু হয় এলাকায়। যা পুলিশ কর্মকর্তাদের দৃষ্টিও আকর্ষণ করে। পুলিশ কর্মকর্তারা এই ঘটনায় মামলা নিতে এবং অভিযুক্ত অভির বিরুদ্ধে অ্যাকশান নিতে আগ্রহী হলেও বগুড়ায় ব্যাপকভাবে বিভিন্ন সেক্টরে অভির প্রভাবশালী বাপ-চাচাদের দাপটে জিতুর অভিভাবকরাই বারবার মামলা করতে অনীহা প্রকাশ করে ও পালিয়ে বেড়ায়। পরে পালশা এলাকার স্থানীয় গণপ্রতিনিধিরা নির্যাতিত তরুণীর পিতা জাহিদুল ইসলামকে তার ও তার কন্যার ভবিষ্যৎ নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করলে সে নিজে গতকাল শনিবার বিকেলে বগুড়া সদর থানায় লিখিত এজাহার দায়ের করে। এজাহারে অভি ও তার অজ্ঞাতনামা ৪-৫জন সঙ্গীকে আসামী করা হয়।
উল্লেখ্য গত বৃহষ্পতিবার বিকেলে একতরফা প্রেমে অন্ধ হয়ে বগুড়া শহর যুবলীগের সভাপতি মাহফুজুল আলম জয়ের ২য় স্ত্রীর ছেলে অভি জান্নাতুল ইসলাম জিতুর সম্ভাব্য একটি বিয়ে ভেঙে দেওয়ার উদ্দেশ্যে তাকে ছুড়িকাঘাতে আহত করে। পরে ওই তরুণীকে রক্তাক্ত অবস্থায় লোকজন শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ