Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্র-কানাডা নাফটা আলোচনা স্থগিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৮, ৭:১৪ পিএম
যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে নাফটা চুক্তি (নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট) সংক্রান্ত আলোচনায় দুই পক্ষ কোন সিদ্ধান্তে আসতে না পারায় এক সপ্তাহের জন্য আলোচনা স্থগিত করা হয়েছে। খবর বিবিসি।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটিজার জানান, আমাদের প্রতিনিধিরা চুক্তির বিষয়ে ঐক্যমতে আসটে সচেষ্ট এবং এ বিষয়ে আগামী বুধবার তারা কানাডার প্রতিনিধি দলের সাথে সাক্ষাত করবেন। এর মধ্যে তারা মেক্সিকোর সাথে এ সপ্তাহে সম্পন্ন হওয়া চুক্তি নিয়ে কাজ করবেন।
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কানাডা না আসলে তিনি মেক্সিকোর সাথে দ্বি-পক্ষীয় ভাবেই নাফটা চুক্তি সম্পন্ন করবেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মধ্যে ত্রি-পাক্ষিক বাণিজ্যের পরিমান ১ ট্রিলিয়ন ডলারের বেশী।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র-কানাডা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ