Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিতেও ব্রাদার্সের বিদায়

প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : মৌসুম সূচক ফুটবল টুর্নামেন্ট স্বাধীনতা কাপে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের বিপক্ষে জিতেও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে। আর ম্যাচে হেরে বিদায়ঘণ্টা বাজল মোহামেডানেরও। কারণ এ ম্যাচে জয় পেলে স্বাধীনতা কাপের শেষ চারে খেলার স্বপ্নটা বেঁচে থাকত মোহামেডানের। গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাদার্স ৩-২ গোলে হারায় মোহামেডানকে। বিজয়ী দলের মান্নাফ রাব্বি দু’টি ও আউডু ইব্রাহীম একটি গোল করেন। মোহামেডানের হয়ে দু’গোল শোধ দেন তৌহিদুল আলম সবুজ ও বিপলু।
ম্যাচের শুরু থেকেই মোহামেডান আক্রমণের ধারায় ছিল। ২৩ মিনিটে দারুণ একটা গোলের সুযোগও পেয়েছিল তারা। এসময় প্রতিপক্ষের বক্সের মধ্যে মাসুক মিয়া জনির ক্রসে হেড নিয়েছিলেন ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ। কিন্তু বল গোলপোস্টে লেগে ফেরত আসে। দুর্ভাগ্য যেন পিছু নেয় মোহামেডানের। ২৭ মিনিটে আরো একবার চেষ্টা করেছিলেন সবুজ। বল নিয়ে একক প্রচেষ্টায় বক্সের বাম প্রান্ত থেকে শট নেন তিনি, কিন্তু বল খুব সহজেই গ্রিপে নেন ব্রাদার্স গোলরক্ষক উত্তম। ৩১ মিনিটে বক্সে ঢুকে পোস্ট লক্ষ্য করে শট নিয়েছিলেন মোহামেডান ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা। কিন্তু গোলরক্ষক উত্তম এবারো বল ফিরিয়ে দেন। ফিরতি বলে সবুজ শট নিলে প্রতিপক্ষ ডিফেন্ডাররা তা ফেরান। গোলশূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ হলে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পায় ব্রাদার্স। ম্যাচের ৫০ মিনিটে ব্রাদার্স ফরোয়ার্ড আউডু ইব্রাহীমের উঁচু ক্রসে হেড দিয়ে বল জালে পাঠান মান্নাফ রাব্বি (১-০)। এর ঠিক দু’মিনিট পর ব্রাদার্সকে আরো এক গোল উপহার দেন এই তরুণ ফরোয়ার্ড (২-০)। ৫৪ মিনিটে তৌহিদুল আলম সবুজের গোলে ব্যবধান কমায় সাদা-কালোরা (২-১)। ৬৫ মিনিটে সবুজের স্কয়ার পাসে মোহামেডান ফরোয়ার্ড বিপলু প্লেসিং শটে গোল করে ম্যাচে সমতা আনেন (২-২)। তবে ৭৩ মিনিটে আউডু ইব্রাহীমের গোলে আবারো এগিয়ে যায় ব্রাদার্স (৩-২)। আর এই গোলেই সাদা-কালো শিবিরের সেমিফাইনালে খেলার স্বপ্ন ভেঙে যায়। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় জয়ের স্বাদ নিয়েই মাঠ ছাড়ে ব্রাদার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিতেও ব্রাদার্সের বিদায়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ