Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার পঞ্চম স্থানের লড়াই

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম


জাকার্তা-পালেমবাং এশিয়ান গেমস হকিতে পঞ্চমস্থান পেতে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া। জাকার্তার জেবিকে হকি মাঠে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচে জিতলেই পঞ্চমস্থান পাবে লাল-সবুজরা। আসরের গ্রæপ পর্ব শেষে কাক্সিক্ষত লক্ষ্য অর্জন করেছে বাংলাদেশ। শুধু এশিয়াডের লক্ষ্যইপূরণ হয়নি, পরের এশিয়া কাপ ও এশিয়ান গেমসে সরাসরি খেলার যোগ্যতাও অর্জন করেছে লাল-সবুজরা। আসরের ‘বি’ গ্রæপে নিজেরদের পাঁচ ম্যাচের তিনটিতে জয় পাওয়ায় ইতোমধ্যে লাল-সবুজদের ষষ্ঠস্থান নিশ্চিত হয়েছে। এবার লড়াই পঞ্চমস্থানের জন্য। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জিতলে এশিয়াডে সেরা সাফল্য পাবে বাংলাদেশ হকি দল। আর হারলে তাদের ষষ্ঠস্থান তো অক্ষুন্ন থাকবেই। জানা গেছে, এমন সমীকারণের ম্যাচেই আন্তর্জাতিক আসর থেকে অবসর নেবেন বাংলাদেশ হকির পেনাল্টি কর্ণার বিশেষজ্ঞ খ্যাত মামুনুর রহমান চয়ন। যিনি এবারেরটা নিয়ে চারটি এশিয়ান গেমসে খেলেছেন। স্বাভাবিকভাবেই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচটি হবে চয়নের ক্যারিয়ারের অন্যতম এক ম্যাচ।
এশিয়ান গেমসে খেলার আগে দক্ষিণ কোরিয়ায় পাঁচটি অনুশীলন ম্যাচ খেলেছেন রাসেল মাহমুদ জিমি ও চয়নরা। কিন্তু অনুশীলন আর মুল ম্যাচ যে এক কথা নয় তা বলার অপেক্ষা রাখেনা। অনুশীলন ম্যাচে ভুল-ত্রæটি হতেই পারে। যা পরে শুধরে নেয়ার সুযোগ থাকে। তবে মূল ম্যাচে শুধরানোর সুযোগতো দূরের কথা, সামান্য ভুলেরও কোন ক্ষমা নেই।
এশিয়ান গেমসে চারবারের চ্যাম্পিয়ন কোরিয়ার বিপক্ষে খর্বশক্তি বাংলাদেশের বড় ভরসা বুক চিতিয়ে লড়াই করার মানসিকতা। আগে যেখানে শুধু রক্ষণভাগ সামলাতেই ব্যস্ত থাকতে হতো, এখন সেখানে লড়াই করতে শিখেছে লাল-সবুজরা। শুধু চাপ সামলাতেই নয়, এখন প্রতিপক্ষের উপর চাপ প্রয়োগও করতে পারে বাংলাদেশ হকি দল। যার প্রমাণ গ্রæপ পর্ব। এই পর্বে ওমানকে ২-১ গোলে হারিয়ে এবারের এশিয়াড শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে কাজাখস্তানকে ৬-১ গোলে হারানোর পর তৃতীয় ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে ৭-০ গোলে হার মানে তারা। আর চতুর্থ ম্যাচে থাইল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে তিন জয়ে ৯ পয়েন্ট পেয়ে তালিকার তৃতীয়স্থানে জায়গা করে নিয়ে পঞ্চমস্থান নির্ধারণী ম্যাচ খেলার যোগ্যতা পায় বাংলাদেশ। সঙ্গে সঙ্গে ষষ্ঠস্থান নিশ্চিত করে তারা। যদিও শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৫-০ গোলে হেরে যান জিমি-চয়নরা। তবে কোরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ হকি দলের আরো একটি ভরসার জায়গা হলো এশিয়ান গেমসে ৪০ বছর পর ষষ্ঠস্থান নিশ্চিত হওয়া।
ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক ফরহাদ হোসেন সিটুল বলেন, ‘শুধু রক্ষণাত্মক খেলার কোন কারণ নেই। আমাদের স্বাভাবিক খেলাটা ধরে রাখতে চাই কোরিয়ার বিপক্ষে। মনস্তাত্বিক একটা ব্যাখ্যাও রয়েছে। সেটি হলো জাপানের বিপক্ষে সেমিতে ওঠার লড়াইয়ে কোরিয়ানরা হেরে মানসিকভাবে বেশ দুর্বল রয়েছে। আমরা চাইবো সেই সুযোগটা কাজে লাগাতে। তাছাড়া তাদের সঙ্গে ম্যাচ খেলার অভিজ্ঞতা তো আমাদের রয়েছেই। সব কিছু প্রয়োগে আশা করছি ভালো একটা কিছু হবে।’
বাংলাদেশের মালয়েশিয়ান কোচ ইমান গোপীনাথান কৃষ্ণমুর্তি বলেন, ‘আমি ডিফেন্সিভ খেলা পছন্দ করি না। আমার ছেলেদের অ্যাটাকিং খেলার মতো স্কিল রয়েছে। আগেও তারা তা করে দেখিয়েছে। আশা করছি কালকের (আজ) ম্যাচেও তারা আক্রমণাতœ খেলা পুনরায় উপহার দেবে।’
অভিজ্ঞ খেলোয়াড় রাসেল মাহমুদ জিমির কথায়, ‘কোরিয়ার সক্ষমতা, দুর্বলতা সম্পর্কে সবকিছু আমাদের জানা আছে। তাদের ভিডিও ফুটেজ দেখেছি আমরা। পেনাল্টি কর্নারে (পিসি) সবচেয়ে বেশি শক্তিশালী তারা। চেষ্টা থাকবে তাদের পিসি আটকানো। তাছাড়া আমাদের সমন্বয় ভালো। ভালো খেলবো এটি বলতে পারি।’
আজকের ম্যাচ শেষে অবসরে যাওয়ার ঘোষণা দিয়ে বিষন্ন মামুনুর রহমান চয়ন। তিনি বলেন, ‘অনেক তো খেললাম। এবার নতুনদের সুযোগ করে দিতে চাই। সকলের দোয়া চাই, যেন শেষ ম্যাচটি সুখকর হয়।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হকি

২ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ