নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আসন্ন সাফ সুজুকি কাপ টুর্নামেন্টকে সামনে রেখে মিলন মেলায় হাজির হয়েছিলেন ২০০৩ সালের সাফ শিরোপা জয়ী বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা। টুর্নামেন্টের আগে বর্তমান জাতীয় দলকে উদ্দীপ্ত করতেই বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) সাবেক-বর্তমান ফুটবলারদের একমঞ্চে এনেছিল। গতকাল রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ছিলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবাগত দল বসুন্ধরা কিংস। বিএসপিএ সভাপতি মোস্তফা মামুনের সভাপতিত্বে সাবেক-বর্তমানের মাঝে সেতুবন্ধন তৈরীর এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০০৩ সালের শিরোপা জয়ী দলের অধিনায়ক রজনী কান্ত বর্মন ছাড়াও আমিনুল হক, বিপ্লব ভট্টাচার্য্য, আরিফ খান জয়, আরমান মিয়া, মাহমুদুল হাসান, সাইফুর রহমান সাইফ, সাইফুর রহমান মনি, রোকনুজ্জামান কাঞ্চন, মোস্তফা আনোয়ার পারভেজ, আলফাজ আহমেদ, ফিরোজ মাহমুদ টিটু, কাজী নজরুল ইসলাম, আবদুল কাইয়ুম সেন্টু ও মেহেদী হাসান উজ্জ্বল। এসময় আরো উপস্থিত ছিলেন ওই দলের দলনেতা শওকত আলী খান জাহাঙ্গীর, গোলরক্ষক কোচ মোশারফ হোসেন বাদল, ম্যানেজার ছাঈদ হাছান কানন। সাবেক ফুটবলারদের মধ্যে আবদুস সালাম মুর্শেদী, ইমতিয়াজ সুলতান জনি ও আবু ইউসুফ তাদের বক্তব্যে বর্তমান জাতীয় দলকে উদ্দীপ্ত করেন। বসুন্ধরা কিংসের পক্ষ থেকে বক্তব্য রাখেন ক্লাব সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম। আরো বক্তব্য রাখেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে। বর্তমান প্রজন্মের ফুটবলার মামুনুল ইসলাম ও জামাল ভূঁইয়ারা উত্তরসূরীদের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে ২০০৩ সালের সাফ জয়ী সদস্যদের হাতে স্মারক ক্রেস্ট এবং উপহার তুলে দেয়া হয়।
সভাপতির বক্তব্যে মোস্তফা মামুন বলেন, ‘আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়া দলের সদস্যরা ১২-১৫ বছর পর সাবেকদের কাতারে যাবেন। ওই সময়কার ফুটবলারদের উদ্দীপ্ত করতে আমরা আরও একটি অনুষ্ঠান আয়োজন করতে চাই। যেখানে সাবেক ফুটবলার হিসেবে আপনার উত্তরসূরীদের উজ্জীবিত করবেন।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।