মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের আসামে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) থেকে ৪০ লাখ মানুষের নাম বাদ যাওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ গ্রহণকারী বিক্ষোভকারীরা ত্রুটিপূর্ণ এনআরসি বাতিলের পাশাপাশি বিজেপিকে হটানোর আহ্বান জানান। বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার, প্ল্যাকার্ড ও পোস্টার বহন করে বিজেপি সরকারের বিরুদ্ধে নিজেদের ক্ষোভের জানান দেয় বিক্ষোভকারীরা। এনআরসি’র নামে বাঙালিদের হয়রানি করা চলবে না’, ‘সা¤প্রদায়িক রাজনীতি বন্ধ কর, দেশে কল্যাণের জন্য কাজ করো’, ‘নিরপেক্ষভাবে তথ্য যাচাই করে নাগরিক অধিকার সুরক্ষিত করতে হবে’, ‘এনআরসি ইস্যুতে সুপ্রিম কোর্টের নির্দেশ যথাযথভাবে পালন করতে হবে’ ইত্যাদি প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে লোকজন বিক্ষোভ প্রদর্শন করেন। মিছিল শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিক দাহ করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ সমাবেশে মুসলিমদের পাশাপাশি দলিত, আদিবাসী ও অন্যান্য পিছিয়ে পড়া স¤প্রদায়ের সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিক্ষোভ শেষে এক জমায়েতে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘অনেক আদিবাসী ভাই-বোনেরা এখানে আছেন। পার্স টুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।