মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও জটিল করে তুলছে বেইজিং। চীনের কারণেই উত্তর কোরিয়া টালবাহানা করছে বলে মন্তব্য করেছেন। জবাবে ট্রাম্পের এ মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন ও অযৌক্তিক’ বলে অভিহিত করেছে চীন। চলতি বছরের জুনে ট্রাম্প-কিম ঐতিহাসিক বৈঠকে পুরোপুরি নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দেয় উত্তর কোরিয়া। তবে তারা এখন যথেষ্ট দ্রুত গতিতে সে কাজ করছে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা। এ পরিস্থিতির জন্য চীনকে দোষারোপ করেন তিনি। হোয়াইট হাউসে এক বক্তৃতায় ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে ‘অগ্রগতি’ চীনই ব্যাহত করছে। তিনি বলেন, ‘বেইজিং আর পিয়ংইয়ংয়ের ওপর চাপ দিচ্ছে না।’ একই দিন এক টুইটার বার্তায় এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।