Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএস দমনে প্রয়োজনে সামরিক ব্যবস্থা

প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়া সরকার এবং বিদ্রোহীরা সমস্যার রাজনৈতিক সমাধানে ব্যর্থ হলে দেশটিতে অবস্থিত ইসলামিক স্টেট (আইএস) জেহাদিদের দমনে সামরিক সমাধানের পথে যেতে যুক্তরাষ্ট্র ও তুরস্ক প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতগলুর সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, আমরা জানি রাজনৈতিক সমাধানে পৌঁছতে পারলেই ভাল কিন্তু তা সম্ভব না হলে আইএসকে হটিয়ে দেয়ার অভিযানে সামরিক ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত। বাইডেন সামগ্রিকভাবে সিরিয়া সঙ্কট নয় বরং নির্দিষ্টভাবে আইএসের বিরুদ্ধেই সামরিক পন্থা অবলম্বনের কথা বলেছেন বলে নিশ্চিত করে জানান এক মার্কিন কর্মকর্তা। কিন্তু বিরোধীদলীয় প্রতিনিধিদের দায়িত্ব কারা নেবে সে প্রশ্নে আলোচনায় দেরি হওয়ার ঝুঁকি আছে। গত শুক্রবার সিরিয়ায় কুর্দিদের প্রধান দল কুর্দিস ডেমোক্রাটিক ইউনিয়ন পার্টির (পিওয়াইডি)উপ-প্রধান সালেহ মুসলিম বলেন, কুর্দিদের কোনো প্রতিনিধি না থাকলে সিরিয়া শান্তি আলোচনা ব্যর্থ হবে। পরদিন দেশটির সশস্ত্র বিদ্রোহী দলগুলোর পক্ষ থেকে বলা হয়, গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে আয়োজিত শান্তি আলোচনা ব্যর্থ হলে তারা রাশিয়া ও সিরিয়া সরকারকে এজন্য দায়ী বলে ধরে নেবে। সউদি আরব সমর্থিত সিরীয় বিদ্রোহীরা যে কোনও আলোচনায় বসার আগে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বাহিনী ও রাশিয়ার বিমান হামলা বন্ধের দাবি জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও তুরস্কও সিরিয়ার বিদ্রোহীদের সমর্থন করছে। তারা আর কতদিন এ সমর্থন অব্যাহত রাখবে যে বিষয়েও প্রধানমন্ত্রী দাভুতগলুর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাইডেন। আইএস দমনে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী সিরিয়া ও ইরাকে বিমান হামলা চালাচ্ছে। সেইসঙ্গে দেশটির বিদ্রোহী যোদ্ধাদের সাহায্য করতে যুক্তরাষ্ট্র তাদের বিশেষ বাহিনীর কয়েকডজন সেনাকেও সেখানে পাঠিয়েছে। যদিও মার্কিন সেনারা সম্মুখ যুদ্ধে অংশ নিচ্ছে না। বরং তারা বিদ্রোহীদের পরমর্শ দিচ্ছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইএস দমনে প্রয়োজনে সামরিক ব্যবস্থা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ