বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাবেক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সালাম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, মরহুম সালাম বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশে অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার অবদানের কথা বাংলাদেশ পুলিশ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
গত বুধবার সকাল সাড়ে ১০টায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সাবেক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সালাম মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি মাতা, স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পুলিশ সদর দফতর সূত্র জানায়, মরহুম সালাম ১৯৪৪ সালে ভোলার মধ্য চরনোয়াবাদ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৮ সালের ২৩ মার্চ সরাসরি সেকেন্ড লেফটেন্যান্ট পদে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। ২০০২ সালের ২৮ ফেব্রæয়ারি তিনি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে অবসর নেন। তিনি পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে ‘সোর্ড অব অনার’ পুরস্কারে ভূষিত হন। তাকে গ্রামের বাড়ি ভোলার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।