Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

হাজার কোটি ডলার ঋণ করবে সউদি আরব

প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিদেশি ব্যাংকের কাছ থেকে এক হাজার কোটি ডলার ঋণ নিতে যাচ্ছে সউদি আরব। তেলের রাজস্ব ঘাটতিতে দেশটির অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতেই তারা এই অর্থ ঋণ করবে। এ বিষয়ে ৩ জন বিশেষজ্ঞের মন্তব্য উল্লেখ করে খবরে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ হিসেবে গত ১৫ বছরের মধ্যে এটাই হবে সউদির প্রথম ঋণ। ৫ বছর মেয়াদি এই ঋণের চুক্তি চলতি মাসের শেষ দিকে সম্পাদিত হবে। যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান এবং চীন মিলে এই ঋণের ফা- বরাদ্দ করছে।  গত দুই বছরে আন্তর্জাতিক বাজারে তেলের ব্যাপক দরপতন হয়েছে। ২০১৪ সালে যেখানে ব্যারেল প্রতি দাম ছিল যেখানে একশ’ ডলার, সেখানে চলতি মাসে সেটা নেমে এসেছে ৪০ ডলারে। এতে করে রিয়াদের ওপর তীব্র অর্থনৈতিক চাপ পড়েছে এবং রেকর্ড পরিমাণ বাজেট ঘাটতি দেখা দিয়েছে। এপি, ব্লুমবার্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাজার কোটি ডলার ঋণ করবে সউদি আরব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ