Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে প্রতিদিন গড়ে ৪শ’ লোক নিহত হয় সড়ক দুর্ঘটনায়

প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিশ্বের সবচেয়ে দুর্ঘটনাপ্রবণ সড়ক হিসেবে পরিচিত ভারতের সড়কগুলো ২০১৫ সালে আরো বিপদজনক হয়েছে। যার ফলে ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়েছে। এক পরিসংখ্যানে জানা যায়, দেশটির সড়ক গত বছর প্রতিদিন গড়ে ৪০০ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, যা আগের বছরের তুলনায় ৫ শতাংশ বেশি। সে হিসেবে প্রতি ৩.৬ মিনিটে সড়কে একজন মানুষের প্রাণহানি হয়েছে। বিশেষজ্ঞরা বিষয়টিকে সড়কে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছেন। যদিও ২০২০ সাল নাগাদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্য স্থির করেছেন দেশটির সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গাড়করি। বিভিন্ন প্রদেশের পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, ২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি হয়েছে উত্তর প্রদেশে, ১৭ হাজার ৬৬৬ জন। তালিকায় শীর্ষ পাঁচ প্রদেশের মধ্যে তামিলনাড়ুতে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ হাজার ৬৪২ জন, মহারাষ্ট্রে ১৩ হাজার ২১২ জন, কর্নাটকে ১০ হাজার ৮৫৬ জন এবং সবশেষ রাজস্থানে ১০ হাজার ৫১০ জন মারা গেছেন। এদিকে, ভারতের বড় বড় শহরগুলোতে দিন দিন সড়ক দুর্ঘটনার সংখ্যা বাড়ছে বলে জানা গেছে। তবে রাজধানী নয়াদিল্লি ও চন্ডিগড়ে এ সংখ্যা কমেছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতে প্রতিদিন গড়ে ৪শ’ লোক নিহত হয় সড়ক দুর্ঘটনায়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ