Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিক্সিং সন্দেহে ২ ভারতীয় আটক

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৮, ১১:৫৩ এএম
ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার সন্দেহে দুই ভারতীয়কে আটক করেছে শ্রীলংকা ক্রিকেটের দুর্নীতি দমন ইউনিট। লংকান ক্রিকেট বোর্ড (এসএলসি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
 
শ্রীলংকার ঘরোয়া ক্রিকেট লিগের ম্যাচে পাল্লেকেলেতে মুখোমুখি হয়েছিল ডাম্বুলা-গল। খেলা চলাকালীন দুই ভারতীয় দর্শককে সন্দেহজনক আচরণ করতে দেখা যায়। একটু পর পরই ফোনে কথা বলছিলেন তারা। তা দেখে তাদের আটক করা হয়।
 
লংকান ক্রিকেটের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দুজন ভারতীয়কে আমরা সন্দেহজনক আচরণ করতে দেখি। সেটি এন্টি করাপশন ইউনিটের (এসিইউ) কর্মকর্তাদের জানাই। তারা তাদের আটক করে। বিষয়টি খতিয়ে দেখছে এ ইউনিট।
 
পুরো আইপিএলের আদলে হচ্ছে এ টুর্নামেন্ট। তবে তাতে খেলছেন শুধু দেশীয় ক্রিকেটাররা। ধারণা করা হচ্ছে, লাইমলাইটে নেই বলেই টুর্নামেন্টটিতে পাখির চোখ করেছেন ফিক্সাররা।
 
টুর্নামেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, খেলোয়াড়দের এ বিষয়ে সতর্ক করা হয়েছে। কোনো ধরনের প্রস্তাব পেলে যেন তারা দ্রুত সেটি জানান।
 
সম্প্রতি বোমা ফাটিয়েছে কাতারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আলজাজিরা। তাদের এক প্রতিবেদনে বিশ্বক্রিকেটে ফিক্সিংয়ের নানা চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
 
এর পর শক্ত অবস্থান নিয়েছে এসএলসি। ফিক্সিং প্রতিরোধে সব কিছু ঢেলে সাজাচ্ছে তারা। এ নিয়ে পুরনো আইন সংশোধিত, পরিমার্জিত করা হয়েছে। স্পেশাল ফোর্স নিয়োগ দেয়া হয়েছে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিক্সিং
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ