Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিউনিসিয়ায় দেশজুড়ে কারফিউ জারি

প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

তিউনিসিয়া সরকার গত শুক্রবার কয়েক দিনের সহিংস বিক্ষোভ শান্ত করার চেষ্টায় দেশজুড়ে রাতের বেলা কারফিউ জারি করেছে। চলমান বিক্ষোভকে ২০১১ সালের বিপ্লবের পর থেকে সবচেয়ে গুরুতর সামাজিক অসন্তোষের বহিঃপ্রকাশ হিসেবে মনে করা হচ্ছে। দীর্ঘদিনের শাসক জাইন এল আবেদীন বেন আলী গণ-অভ্যুত্থানে উৎখাত হওয়ার পাঁচ বছর পর আবার বেকারত্ব ও দারিদ্র্যের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল উত্তর আফ্রিকার দেশটি। পাঁচ বছর আগে এই একই কারণে পথে নেমেছিলেন ক্ষুব্ধ তিউনিসীয়রা।
বিদ্যুতায়িত হয়ে গত শনিবার এক চাকরিপ্রার্থী যুবকের মৃত্যু হলে মঙ্গলবার থেকে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের সঙ্গে গত বৃহস্পতিবার পুলিশের তৃতীয় দিনের মতো ব্যাপক সংঘর্ষ হয়। এ পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী হাবিব এসিদ ইউরোপ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন। এরই মধ্যে তিনি বলেছেন, বেকারত্ব তিউনিসিয়ার মূল সমস্যা হলেও তার হাতে কোনো জাদুর কাঠি নেই, যা দিয়ে এ সমস্যা নিয়ন্ত্রণ করা যায়। বেকারত্ব ও দারিদ্র্যের বিরুদ্ধে ২০১১ সালে তিউনিসিয়ায় যে গণবিক্ষোভ হয়, তা-ই দেশে দেশে আরব বসন্ত নামে পরিচিত সংস্কারকামী আন্দোলনের সূত্রপাত করে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তিউনিসিয়ায় দেশজুড়ে কারফিউ জারি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ