Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইভিএম বাতিল চায়...

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

ভারতে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ব্যালট পেপার ব্যবহারের পক্ষে মত দিয়েছে প্রধান বিরোধীদল কংগ্রেসসহ অধিকাংশ রাজনৈতিক দল। ফলে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির প্রবল আগ্রহ সত্তে¡ও ইভিএম মেশিনে ভোটগ্রহণ করা সম্ভব হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। সোমবার নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে কংগ্রেসের নেতৃত্বে ভারতের ৭০ শতাংশ রাজনৈতিক দল ব্যালট ফেরানোর দাবিতে সোচ্চার হয়। এতে কার্যত কোণঠাসা হয়ে পড়ে বিজেপি। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, কংগ্রেসের মুখপাত্র অভিষে মনু সিংভি। তিনি জানান, ব্যালট পেপারের ব্যবহার ছাড়াও নির্বাচনে খরচ কমানোর পক্ষে মত দিয়েছে কংগ্রেস। তিনি আরও জানান, বৈঠকে উপস্থিত ৭০ শতাংশ রাজনৈতিক দল কংগ্রেসের দাবিগুলোর প্রতি সমর্থন জানিয়েছে। ভোটার তালিকায় দ্রæত সংশোধন, প্রতিবন্ধীদের ভোটদানের জন্য বিশেষ ব্যবস্থা ও নির্বাচনী বন্ড নিয়েও নিজেদের বক্তব্য জানিয়েছে কংগ্রেস। স¤প্রতি অধিকাংশ রাজ্যে নির্বাচনের সময় ভোটযন্ত্রে নানা ত্রæটি ধরা পড়ে। সেই থেকে ইভিএমের প্রতি সাধারণ মানুষের আস্থা নেই জানিয়ে তা বাতিলের দাবি ওঠে। এনডিটিভি।

 

 



 

Show all comments
  • Md Alfazuddin ৩০ আগস্ট, ২০১৮, ১১:০৬ এএম says : 0
    EVM must have favourite system. It is disfavourable for opposition party. so, should reject it
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইভিএম

৩ অক্টোবর, ২০২২
৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ