মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ব্যালট পেপার ব্যবহারের পক্ষে মত দিয়েছে প্রধান বিরোধীদল কংগ্রেসসহ অধিকাংশ রাজনৈতিক দল। ফলে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির প্রবল আগ্রহ সত্তে¡ও ইভিএম মেশিনে ভোটগ্রহণ করা সম্ভব হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। সোমবার নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে কংগ্রেসের নেতৃত্বে ভারতের ৭০ শতাংশ রাজনৈতিক দল ব্যালট ফেরানোর দাবিতে সোচ্চার হয়। এতে কার্যত কোণঠাসা হয়ে পড়ে বিজেপি। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, কংগ্রেসের মুখপাত্র অভিষে মনু সিংভি। তিনি জানান, ব্যালট পেপারের ব্যবহার ছাড়াও নির্বাচনে খরচ কমানোর পক্ষে মত দিয়েছে কংগ্রেস। তিনি আরও জানান, বৈঠকে উপস্থিত ৭০ শতাংশ রাজনৈতিক দল কংগ্রেসের দাবিগুলোর প্রতি সমর্থন জানিয়েছে। ভোটার তালিকায় দ্রæত সংশোধন, প্রতিবন্ধীদের ভোটদানের জন্য বিশেষ ব্যবস্থা ও নির্বাচনী বন্ড নিয়েও নিজেদের বক্তব্য জানিয়েছে কংগ্রেস। স¤প্রতি অধিকাংশ রাজ্যে নির্বাচনের সময় ভোটযন্ত্রে নানা ত্রæটি ধরা পড়ে। সেই থেকে ইভিএমের প্রতি সাধারণ মানুষের আস্থা নেই জানিয়ে তা বাতিলের দাবি ওঠে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।