Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ওলাঁদ- মোদী নিয়ে টুইটারে হৈ চৈ

প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের কোমর ছুঁয়ে দাঁড়িয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী- দেখে মনে হয় টাইটানিক স্টাইল। ছবিটা হৈ চৈ ফেলার মতোই। গত রোববার চন্ডীগড়ের রক গার্ডেনে তোলা হয়েছে এই ছবি। গণমাধ্যমের কল্যাণে ছবিটা সোশ্যাল মিডিয়ায় আসার পর পরই তা নিয়ে চলছে মাতামাতি। ওলাঁদ ভারতে আসার আগেই মোদী জানিয়েছিলেন, তাকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন। কথা রেখেছেন তিনি। রক গার্ডেনে কখনও মোদীর বাহুবন্ধনে দেখা গিয়েছে ওলাঁদকে, কখনও আবার দেখা গেছে ওলাঁদের কোমর জড়িয়ে আছেন মোদী। যা আরও একবার উস্কে দিয়েছে মোদীর ‘রোমান্স’ রসালাপকে। কালো স্যুট পরিহিত ওলাঁদকে পিছন থেকে জড়িয়ে ধরছেন বাদামি শাল পরা মোদী টুইটারে এই ছবির সঙ্গে ফিল্মি সংলাপ ধার করে একজন লিখেছেন, ‘মেরে দিল মে আপকে লিয়ে সির্ফ ইজ্জত হ্যায় নরেনবাবু’! ওলাঁদ-মোদীর কোমর জড়ানোর ছবিটির সঙ্গে আরেকজন পোস্ট করেছেন টাইটানিকের সেই বিখ্যাত দৃশ্য যেখানে জাহাজের ডেকে দু’হাত সামনে ছড়িয়ে দাঁড়িয়ে থাকা প্রেমিকা রোজের (কেট উইন্সলেট) কোমর জড়িয়ে ধরেছে জ্যাক (লিওনার্দো ডিক্যাপ্রিও)! মোদী-ওলাঁদের ওই ছবির নীচে একজন লিখেছেন, ‘প্রেমের এই গল্প টোয়াইলাইটের চেয়ে ভাল’। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওলাঁদ- মোদী নিয়ে টুইটারে হৈ চৈ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ