পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রামের বোয়ালখালীতে একই স্থানে আওয়ামী লীগের দুই পক্ষ জাতীয় শোক দিবসের কর্মসূচি আয়োজন করায় সংঘাত এড়াতে উভয়পক্ষের অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গতকাল মঙ্গলবার দুই পক্ষের সাথে বৈঠক করে কোনো সিদ্ধান্তে আসতে না পারায় অনুষ্ঠান না করার আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউএনও আছিয়া খাতুন। তিনি সাংবাদিকদের বলেন, শ্রীপুর মুন্সীহাট এলাকায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই স্থানে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে শোক দিবসের অনুষ্ঠান আয়োজন করায় সংঘাতময় পরিস্থিতি এড়াতে দুই পক্ষকে অনুষ্ঠান না করার নির্দেশ দিয়েছি। উপজেলার ৮ নম্বর শ্রীপুর-হরণদ্বীপ ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার জাতীয় শোক দিবস ও মেজবানের আয়োজক চেয়ারম্যান মোহাম্মদ মোকাররম। এতে ইউএনও আছিয়া খাতুনকে প্রধান অতিথি করা হয়। এছাড়াও উপজেলার আরও পাঁচজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। চেয়ারম্যান মোকাররম বলেন, শোক দিবসের মেজবানে চার হাজার মানুষের জন্য আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। সেজন্য সোমবার রাতে মঞ্চ তৈরির কাজও শুরু হয়েছিল।
অপরদিকে একইসময় ওইস্থানে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে শোক দিবসের অনুষ্ঠানের ডাক দেওয়া হয়। চেয়ারম্যান মোকাররম অভিযোগ করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকনের নেতৃত্বে একদল লোক সোমবার রাতে ডেকোরেশনের জিনিসপত্র জড়ো করে মাইক লাগায়। উদ্ভুত পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে ইউএনও বৈঠক করে দুইপক্ষের অনুষ্ঠান বন্ধ করে দেন। তবে এখনও সেখানে ১৪৪ ধারা জারি হয়নি বলে জানিয়েছেন ইউএনও।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।