মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে সিনেটে সোমবার প্রথমবারের মতো বক্তৃতা দিয়েছেন ইমরান খান। ওই বক্তৃতায় মুসলিম বিশ্বের সমালোচনা করেছেন তিনি।
ইমরান বলেছেন, ধর্ম অবমাননার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কোনো নীতি তৈরি করা হয়নি। এটি মুসলিম দেশগুলোর ব্যর্থতা। জাতিসংঘে বিষয়টি উত্থাপন করবেন বলে জানান তিনি। ইমরান বলেন, আমি ভাবি না যে এতে খুব একটা পরিবর্তন আসবে।
এদিকে, নেদারল্যান্ডের মুসলিম বিদ্বেষী রাজনীতিবিদ গির্ট উইল্ডার্স তার পার্টি অফিসে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ব্যাঙ্গচিত্র তৈরির প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। এ প্রসঙ্গে ইমরান খান বলেন, বিষয়টি ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-তে তুলবে পাকিস্তান সরকার।
তিনি জানান, ওই বিষয়ে মুসলিম দেশগুলোকে একটি সমন্বিত নীতি তৈরির আহবান জানাবে পাকিস্তান। সূত্র: ডন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।