মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নদীর পানি ভাগাভাগি নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য চলতি সপ্তাহে আলোচনায় বসতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। পাকিস্তানে প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতায় আসার পর দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর প্রতিদ্ব›দ্বী দেশের মধ্যে কোন বিষয় নিয়ে এটাই প্রথম আনুষ্ঠানিক আলোচনা। লাহোরে দুই দিনব্যাপী ওই আলোচনা ২৯ আগস্ট (আজ) শুরু হবে যেখানে দুই দেশের প্রতিনিধিরা অংশ নিবেন। ভারত ও পাকিস্তানের কর্মকর্তারা পরিচয় প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন। চেনাব নদীর উপর ভারত দুটো ড্যাম নির্মাণ করায় যে বিরোধের সূচনা হয়েছে, সেটি সমাধানের বিষয়ে আলোচনা করবেন প্রতিনিধিরা। দুই দেশ যে ছয়টি নদীর পানি ভাগাভাগি করে থাকে, তাদের মধ্যে এটি অন্যতম। ১৯৪৭ সালে ব্রিটিশ ভারত ভাগ হওয়ার পর থেকেই অব্যাহতভাবে উত্তেজনার মধ্যে রয়েছে ভারত ও পাকিস্তান। ভারতের কর্মকর্তারা আগে বলেছেন যে, তারা আলোচনার জন্য রাজি আছেন যদি পাকিস্তান জঙ্গি গ্রুপগুলোকে সমর্থন দেয়া বন্ধ করে, যারা ভারতের ভেতরে হামলা চালিয়ে আসছে। পাকিস্তান জঙ্গিদের সমর্থন দেয়ার অভিযোগ নাকচ করে আসছে। ১৯৬০ সালে পানি বিনিময় চুক্তি স্বাক্ষরের পরও রাভি, বেয়াস, সুতলেজ, ইন্দুজ, চেনাব এবং ঝিলাম – এই ছয়টি নদী দুই দেশের মধ্যে সঙ্ঘাতের অন্যতম প্রধান বিষয় হয়ে আছে। ২০১৬ সালে বিতর্কিত কাশ্মীর এলাকায় ভারতের ১৯ জন সেনা নিহত হওয়ার পর ভারত ঘোষণা দেয় যে, তারা চুক্তির বিষয়টি পুনর্বিবেচনা করবে। ভারত ও পাকিস্তান ওই এলাকাকে নিজেদের বলে দাবি করে আসছে। নদীর উপর ভারতের ড্যাম নির্মাণ নিয়ে পাকিস্তান বারবার অভিযোগ করে এসেছে। চুক্তির পর দুই দেশের মধ্যে দুই বার যুদ্ধ সঙ্ঘটিত হলেও বার্ষিক আলোচনা এতে বন্ধ হয়নি। সাউথ এশিয়ান মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।