Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বাজপেয়ির মৃত্যুর খবর চেপে রাখার অভিযোগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৮, ১২:০৪ এএম

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি গত ১৬ আগস্ট মারা যান বলে সবাই জানে। কিন্তু বাজপেয়ি ওই দিনের আগেই মারা যান বলে বিতর্ক শুরু হয়েছে। বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের শরিক শিবসেনার এক এমপির দাবি, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী মোদির ভাষণের জন্যই ১৬ আগস্ট বাজপেয়ির মৃত্যু দেখানো হয়েছে। ১৫ আগস্ট ছিল ভারতের স্বাধীনতা দিবস। এর পর দিন দিল্লির এইমস হাসপাতালের বুলেটিনে ঘোষণা করা হয়, ওই দিন বিকাল ৫টা ৫ মিনিটে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি শেষ নিশ্বাঃস ত্যাগ করেন। কিন্তু ওই ঘোষণার ১০ দিনের মাথায় বাজপেয়ির মৃত্যুর দিনক্ষণ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এইমসের বুলেটিনে ঘোষণা দেয়ার আগেই টুইটে বাজপেয়ির মৃত্যুতে শোকবার্তা জানিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন ত্রিপুরার তৎকালীন রাজ্যপাল তথাগত রায়। জি নিউজ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ