Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাফটা চুক্তির ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র ও মেক্সিকো ঐকমত্য, সিদ্ধান্তহীনতায় কানাডা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৮, ১২:০৪ এএম

২৪ বছর আগে সম্পাদিত উত্তর আমেরিকার দেশগুলোর মুক্ত বাণিজ্য চুক্তি নাফটার মূল শর্তাবলীগুলোয় সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। বরাবরই চুক্তির সমালোচনা করে আসলেও সোমবার এ চুক্তিকে অবিশ্বাস্য আখ্যা দিয়ে নাফটা চুক্তির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নাফটা চুক্তির তৃতীয় দেশ কানাডা এই আলোচনায় আবারও অংশ নেবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। সেই বিষয়ে আলোচনা হবে। তবে চুক্তিতে থাকা অন্যতম দেশ কানাডার পক্ষ থেকে এখনো কোন কিছু জানানো হয়নি। এমনকি গত পাঁচ সপ্তাহে চুক্তি নিয়ে হওয়া বৈঠকে অংশ নেয়া থেকেও বিরত ছিল দেশটি। গাড়ির ওপর শুল্কারোপ করায় কানাডার সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন নাফটা নামটি থেকে মুক্তি চায় যুক্তরাষ্ট্র। প্রয়োজনে নতুন চুক্তি করারও ঘোষণা দেন তিনি। ট্রাম্প এক বছরের বেশি সময় ধরে নাফটা চুক্তির সংস্কারের দাবি জানিয়ে আসছেন। তার অভিযোগ, চুক্তিটির ফলে মার্কিন শ্রমিক ও উৎপাদনকারীদের চেয়ে মেক্সিকো বেশি লাভবান হচ্ছে। ট্রাম্প নির্বাচনি প্রচারণায়ও বিষয়টিকে প্রধান প্রতিশ্রæতিগুলোর একটি হিসেবে রেখেছিলেন। চুক্তিটি সংস্কার না করা হলে তা থেকে বের হয়ে আসার হুমকিও দিয়েছিলেন তিনি। সোমবার হোয়াইট হাউস থেকে টেলিভিশন ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো ঐকমত্যে পৌঁছেছে। এর ফলে একটি ‘অবিশ্বাস্য’ চুক্তি হবে যা অনেক বেশি ন্যায্য হবে। গত এক বছর ধরে নাফটা চুক্তির সংস্কার নিয়ে আলোচনা চললেও গত ৫ সপ্তাহের আলোচনায় অংশ নেয়নি কানাডা। ট্রাম্প বলেন, ‘আমরা দেখব এই চুক্তিতে কানাডাকে রাখা যায় কিনা। নইলে কানাডার সঙ্গে আলাদা চুক্তি করা হবে।’ তিনি কানাডার গাড়ির ওপর কর আরোপের হুমকি দিয়ে ট্রাম্প বলেন তিনি নাফটা নামটি থেকেই মুক্তি চান। তার মতে, চুক্তিটির ধারণাগুলোই খারাপ। মেক্সিকোর সঙ্গে আলোচনায় সাফল্যের কথা ঘোষণার পর ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার দফতর থেকে বলা হয়েছে, ট্রাম্প ও ট্রুডোর মধ্যে ‘গঠনমূলক কথাবার্তা’ হয়েছে। তারা এই আলোচনার সফল সমাপ্তির জন্য নিজেদের দলকে এই সপ্তাহেই যুক্ত করতে যাচ্ছেন। কানাডার পক্ষ থেকে সমঝোতাকারীরা মঙ্গলবার মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ট্রুডো রবিবার মেক্সিকোর বিদায়ী প্রেসিডেন্ট এনরিকে পিনা নিয়েতোর সঙ্গেও কথা বলেছেন। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ